Advertisment

খোলস ছেড়ে বেরোলেন BCCI প্রেসিডেন্ট বিনি! ভারত হারতেই রোহিতদের নিয়ে প্রকাশ্যে মন্তব্য

ভারতীয় দলকে তুলোধোনা করলেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ২০৯ রানে শোচনীয় হার হজম করেছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত টসে জিতে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল অজিদের। প্রথম ইনিংসে জোড়া শতরানে ভর করে অস্ট্রেলিয়া ৪৬৯ তুলেছিল। ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথ দারুণ শতরান করে যান। ভারতের বোলাররা দাবিয়ে রাখতে পারেনি অজি ব্যাটারদের। প্ৰথম দিনেই অস্ট্রেলিয়া চালকের আসনে বসে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৯৬ রানে অলআউট হয়ে যায়। বড়সড় লিড নিশ্চিত করে ফেলে অজিরা প্ৰথম ইনিংসেই।

Advertisment

দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য দরকার ছিল ৪৪৪ রান। তবে অস্ট্রেলীয় বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ভারত। মাত্র ২৩৪ রানে গুটিয়ে যান কোহলি-রোহিতরা। নাথান লিয়ন একাই চার উইকেট দখল করেন।

আরও পড়ুন: ধোনির প্রশংসা শুনেই জ্বলে উঠল গা! কুরুচিকরভাবে বিতর্কের দাবানল জ্বালিয়ে দিলেন হরভজন

২০২১-এ অস্ট্রেলিয়া টি২০ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার দু-বছর পর ফের আইসিসি খেতাব অজিদের মুকুটে। আর ফাইনালে ভারতের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি বলেছেন স্মিথ, হেডের সেঞ্চুরিই ফারাক গড়ে দিল ম্যাচে।

সংবাদসংস্থাকে বোর্ড প্রেসিডেন্ট বলে দিয়েছেন, "প্ৰথম দিনেই আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। যে বড় রানের পার্টনারশিপ গড়েছিল অস্ট্রেলিয়া, সেটাই ম্যাচের নির্ণায়ক হয়ে গেল। নাহলে ম্যাচে সমানে সমানে লড়াই হয়েছে। এই পার্টনারশিপ বাদ দিলে ম্যাচ কিন্তু একদম সমান ছিল।"

আরও পড়ুন: জয় শাহের বোর্ডই হারের জন্য দায়ী! আঙুল তুলে প্রকাশ্যে নীতি ঠিক করতে বললেন শাস্ত্রী

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ব্যর্থতা ভুলে ভারতকে আপাতত অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে আয়োজিত হতে চলা আসন্ন ওয়ার্ল্ড কাপে ফোকাস করতে বলছেন বোর্ড প্রেসিডেন্ট। "সামনেই বড় ইভেন্ট অপেক্ষা করছে। ভেঙে না পড়ে সেই বিশ্বকাপে ভালো ফল করতে হবে। এটাই এখন গুরুত্বপূর্ণ।"

Read the full article in ENGLISH

BCCI Indian Cricket Team
Advertisment