/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/sachin-dravid.jpg)
প্ৰথম দিন দল সাজানোর পরেই মুখ খুলেছিলেন সৌরভ। বলে দিয়েছিলেন, তিনি অন্তত রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিতে পারতেন না। এবার সেই সুরেই সুর মেলালেন শচীন তেন্ডুলকর। ভারত শোচনীয়ভাবে ২০৯ রানে হার হজম করার পরেই প্ৰথম একাদশে অশ্বিনের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন মাস্টার ব্লাস্টার।
ভারত হারার পরেই শচীন টুইট করেন, "প্ৰথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের যে কিনা এই মুহূর্তে ওয়ার্ল্ডের একনম্বর টেস্ট বোলার তাঁর অনুপস্থিতি ঠিক বোধগম্য হল না।"
আরও পড়ুন: জয় শাহের বোর্ডই হারের জন্য দায়ী! আঙুল তুলে প্রকাশ্যে নীতি ঠিক করতে বললেন শাস্ত্রী
অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশে পাঁচজন বাঁ-হাতি ব্যাটার। বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে অশ্বিন বরাবর সফল। সেই অস্ত্রকেই সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ শচীন। তাঁর আরও প্রতিক্রিয়া, "এর আগেও বহুবার বলেছি, দক্ষ স্পিনাররা স্রেফ টার্নিং ট্র্যাকের ওপর নির্ভর করে না। তাঁরা হাওয়ায় গতির তারতম্য ঘটিয়ে বাউন্স আদায় করে বৈচিত্র্য আমদানি করে। মনে রাখতে হবে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে আটজনের পাঁচজনই বাঁ-হাতি।"
Congratulations to Team Australia on winning the #WTCFinal. @stevesmith49 and @travishead34 set a solid foundation on Day one itself to tilt the game in their favour. India had to bat big in the first innings to stay in the game, but they couldn’t. There were some good moments…
— Sachin Tendulkar (@sachin_rt) June 11, 2023
অশ্বিনকে বাইরে রাখার স্ট্র্যাটেজিতে এর আগে সরব হয়েছিলেন সৌরভ-ও। ওভাল টেস্টের প্ৰথম দিন ম্যাচের লাঞ্চব্রেকে সৌরভ সরাসরি জানিয়ে দেন, “এটা পুরোটাই আফটার থটস। আমি যদিও আফটার থটসে বিশ্বাস করি না। ক্যাপ্টেন হিসাবে টসের আগে সিদ্ধান্ত নিতে হয়। ভারত ঠিক করেছে চার পেসারে খেলবে। ঘটনা হল, বিগত কয়েক বছরে ভারত বিদেশে চার সিমার নামিয়ে ফলাফল পেয়েছে। টেস্ট ম্যাচও জিতেছে। তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়। আমি ক্যাপ্টেন হলে, অশ্বিনের মত কোয়ালিটি স্পিনারকে বসানো আমার পক্ষে কঠিন হত। তবে আমি এবং রোহিত অধিনায়ক হিসেবে আলাদা। দু-জনের চিন্তাভাবনাও আলাদা হবে।”
যাইহোক, ভারতের রণকৌশলের সমালোচনা করার পাশাপাশি শচীন অজিদের দুই সেঞ্চুরিয়ন স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বলে দিয়েছেন, "ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড প্ৰথম দিনেই দলের গোড়াপত্তন মজবুত করে দিয়েছিলেন। এতেই ম্যাচ অনেকটা অস্ট্রেলিয়ার দিকে অনেকটা ঝুঁকে যায়। ম্যাচে টিকে থাকার জন্য ভারতকে প্ৰথম ইনিংসে বড়সড় ব্যাটিং করতে হত। তবে ভারত পারেনি। যদিও টিম ইন্ডিয়ার জন্য কিছু ভালো মুহূর্ত-ও ছিল ম্যাচে।"
আরও পড়ুন: দ্রাবিড়কে ঠুকেছিলেন সৌরভ! ম্যাচ হেরে মহারাজের মুখের ওপরেই জবাব কোচ রাহুলের
একদশক হয়ে গেল। ভারতের ট্রফি ক্যাবিনেটে কোনও আইসিসি ট্রফি নেই। প্ৰথমবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে বসেছিল।
Read the full article in ENGLISH