Advertisment

ফাইনাল হারের পরেই দুঃসংবাদে ছারখার টিম ইন্ডিয়া! গিলকে কড়া শাস্তি দিল ICC

বড় শাস্তির মুখে পড়ে গেলেন শুভমান গিল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দ্বিতীয় ইনিংসে বিতর্কিতভাবে আউটের শিকার হয়েছিলেন। ক্যামেরন গ্রিনের সেই ক্যাচের পর উত্তাল হয়ে গিয়েছিল ক্রিকেট মহল। সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারিংয়ের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন পরোক্ষভাবে। সেই জন্যই এবার শুভমান গিলকে কড়া শাস্তি দিল আইসিসি।

Advertisment

প্রেস বিবৃতিতে আইসিসির তরফে জানিয়ে দেওয়া হল, আইসিসির লেভেল ওয়ান পর্যায়ে শৃঙ্খলা ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে গিলকে।

আরও পড়ুন: খোলস ছেড়ে বেরোলেন BCCI প্রেসিডেন্ট বিনি! ভারত হারতেই রোহিতদের নিয়ে প্রকাশ্যে মন্তব্য

চতুর্থ দিনে কঠিন সময়ে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন। তবে গালিতে ক্যামেরন গ্রিন বিতর্কিত ক্যাচে ফেরান তারকা ওপেনারকে। বল মাটিতে স্পর্শ করেছে কিনা, তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল। তবে বেনিফিট অফ ডাউটে গিল সুবিধা পাননি। অস্ট্রেলিয়ার পক্ষে রায় দেন তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো।

প্রকাশ্যে অসন্তোষ ব্যক্ত না করলেও গিল সোশ্যাল মিডিয়ায় ক্যামেরন গিনের সেই ক্যাচ নেওয়ার ছবি পোস্ট করে ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন।

এর পরেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সংক্রান্ত কোনও বিষয়ে জনসমক্ষে সমালোচনা র করার অপরাধে শাস্তি হল গিলের। বলা হয়েছে, আইসিসির নিয়মবিধির ২.৭ ধারা লঙ্ঘন করেছেন তিনি।

আরও পড়ুন: ধোনির প্রশংসা শুনেই জ্বলে উঠল গা! কুরুচিকরভাবে বিতর্কের দাবানল জ্বালিয়ে দিলেন হরভজন

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, টেস্টের চতুর্থ দিনে আউট হওয়ার পর সমালোচনা করে আইসিসির নিয়মাবলীর ২.৭ ধারা ভঙ্গ করেছেন তিনি। সেই কারণেই তরুণ এই ওপেনারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হল। বলা হয়েছে, আম্পায়ার রিচার্ড কেটেলবরো ক্যামেরন গ্রিনের ক্যাচ মান্যতা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গিলের পোস্ট সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল।

গিলের সঙ্গেই টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুই দলই স্লো ওভার রেটের কারণে জরিমানা হয়েছে। এমনটাই জানিয়েছে আইসিসি।

Read the full article in ENGLISH

Cricket Australia Shubman Gill Indian Cricket Team ICC
Advertisment