টসে জিতে প্ৰথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়ের থিঙ্কট্যাঙ্ক। এতেই টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকার থেকে হরভজন সিংরা। পঞ্চম দিন ফাইনালে হারের পর অবশেষে মৌনব্রত ভঙ্গ করলেন রাহুল দ্রাবিড়। কেন প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত, জানালেন তিনি।
দ্রাবিড় সৌরভের সমালোচনার পাল্টা দিয়ে বলে দিয়েছেন, "আমরা চাপের কারণে প্ৰথমে বোলিং করেছি, এমনটা নয়। মেঘলা আবহাওয়া ছিল, পিচে ঘাস ছিল। সেই জন্যই ভাবা হয়েছিল, পরে ব্যাট করা হয়ত সহজ হবে। ইংল্যান্ডে সাম্প্রতিক অতীতে অনেক সফরকারী দলই প্ৰথমে বোলিং নিয়েছে।"
আরও পড়ুন: ICC-র ভুল নিয়মেই কি বারবার WTC ফাইনালে হার! রানার্স হয়ে অভিযোগের বন্যা বইয়ে দিলেন রোহিত
এর আগে দ্রাবিড়ের সিদ্ধান্তের সমালোচনা করে ধারাভাষ্য দেওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছিলেন, "রাহুল তোমার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। জাতীয় দলের হয়ে এতবড় নেতৃত্ব দিয়েছ, তোমার সঙ্গে এতবার খেলেছি। আমরা সবসময় ঠিক করে নিতাম, পঞ্চম দিনে চাপ নেব না, বরং শুরুতে চাপ নিতে তৈরি থাকব। এই টেস্টে টসে জিতে প্ৰথমে বোলিং নেওয়ার পিছনে কি এমন কারণ রয়েছে?"
রবিবার ম্যাচের পর দ্রাবিড়ের মুখোমুখি হয়ে সৌরভ আরও একবার দ্রাবিড়কে টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতার কথা মনে করিয়ে দেন। দ্রাবিড় সৌরভের মুখের ওপর জবাব দেন, "আমাদের টপ ফাইভের সকলেই অভিজ্ঞ। এই ক্রিকেটাররাই ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায় জিতে এসেছে। এই পারফরম্যান্স অবশ্যই ওঁদের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতীতে ভারত যেখানে জিতে এসেছে, সেখানে অধিকাংশ সময়েই চ্যালেঞ্জিং পিচে খেলতে হয়েছে। এই পিচ বরং অনেক ভালো ছিল স্বীকার করতেই হবে। সাউথ আফ্রিকা হোক বা বিশ্বের অন্যত্র ভালো পিচও পেয়েছি আমরা। এমনকি ভারতের পিচও যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের কাছে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে সমস্ত দেশের ব্যাটারদেরই গড় কমেছে। শুধু আমাদের নয়।"
"প্রত্যেক ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই আমরা জেতার জন্য মাঠে নামি। সমস্ত দলের ক্রিকেটারদেরই ব্যাটিং গড় কমেছে। তবে তুমি ঠিকই বলেছ, বোলারদের হাতে যদি আমরা ভালো রানের পুঁজি উপহার দিতে পারি, সেটা ভালোই। হরভজনও আমাদের সঙ্গে খেলত, আমরা স্কোরবোর্ডে বড় রান তুললে ও-ও খুশি হত।"