/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Michael-Vaughan-Indian-Cricket-Team_copy_1200x676.jpg)
বৃষ্টিতে খেলা ভণ্ডুল হয়ে গেল। এক বল খেলা না হয়েও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা বাতিল হয়ে গেল। ক্রমাগত বৃষ্টি। মাঝে মাঝে বৃষ্টি থামলেও আউটফিল্ড থকথকে। এমন অবস্থায় দফায় দফায় পরিদর্শন করে প্রথম দিনের খেলা স্থগিত করে দিতে বাধ্য হন আয়োজকরা।
তবে খেলা বাতিল হওয়ার পরই ভারতীয় দলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন মাইকেল ভন। নিজের টুইটার একাউন্ট থেকে তিনি লিখলেন, "আমি দেখতে পেলাম, আবহাওয়া বাঁচিয়ে দিল ভারতীয় দলকে।"
I see India have been saved by the weather …. 😜 #WorldTestChampionship
— Michael Vaughan (@MichaelVaughan) June 18, 2021
এমনিতেই জুনের বর্ষাকালে ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করার জন্য ক্রিকেট সমর্থকরা খাপ্পা হয়ে ছিলেন। তার ওপর এরকম অপমানজনক টুইট! ভনকে তারপরেই ক্রিকেট সমর্থকরা পাল্টা আক্রমণ শুরু করেন। কেউ লেখেন, "আপনার ম্যাচ সংক্রান্ত জঘন্য পূর্বাভাস বেঁচে গেল এই বৃষ্টিতে।" একজন তাঁর জাতীয় দল ইংল্যান্ডকে নিয়ে খোঁচা দেন, "ঠিক যেভাবে ইংল্যান্ডকে ফাইনালে বাউন্ডারি বাঁচিয়ে দিয়েছিল।" অন্য একজন রসিকতার সুরে লেখেন, "এটা শতাব্দীর সেরা জোক। এরকম চালিয়ে যাও।" এরকম পাল্টা আক্রমণের মুখে পড়ে কিছুটা বিভ্রান্তই হয়ে যান ইংল্যান্ডের প্রাক্তন তারকা।
Joke of the century👌🤣 .....keep it up man.👏
— Vt24190@gmail.com (@vt24190) June 18, 2021
Just like England got WC by boundaries
— Abhishek Juneja (@agnosticabhi) June 18, 2021
যাইহোক, সাউদাম্পটনে আগামী ছয়দিনই বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। আর পূর্বাভাসের আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই সাউদাম্পটনে অঝোরে ঝরে পড়েছে বৃষ্টি। কখনও ঝিরিঝিরি, কখনও মুষলধারে। আর বৃষ্টির দাপটের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বরবাদ হয়ে গিয়েছে শুক্রবার ফাইনাল টেস্টের প্রথম দিনই।
প্রথমে ভাবা হয়েছিল কিছুক্ষণ বিরতি নিয়ে ঘন্টাখানেক পরে ভারতীয় সময় দুপুর তিনটে নাগাদ টস করা হবে। তবে বৃষ্টির ঝাপটা না কমায় ম্যাচ তো বটেই টসও করা সম্ভব হয়নি। লাঞ্চের অনেকক্ষণ আগেই সরকারিভাবে আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়, লাঞ্চ অবধি খেলা বন্ধ থাকবে। তবে লাঞ্চ পেরিয়ে গেলেও খেলা শুরু করা যায়নি। ভারতীয় সময়ে সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টি থামলেও আউটফিল্ডের অবস্থা শোচনীয় হওয়ায় টস আরো পিছিয়ে যায়। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি নেমেছে সাউদাম্পটনে। আর তা থামার কোনো ইঙ্গিতই নেই।
শেষপর্যন্ত ভারতীয় সময়ে ৭.১০ নাগাদ জানিয়ে দেওয়া হয় এদিনের খেলা বাতিল।