/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Shubman-Gill-catch_copy_1200x676.jpg)
দুরন্ত ক্যাচ গিলের (টুইটার)
ভারত বনাম নিউজিল্যান্ডের মহারণ ড্র-য়েই শেষ হতে চলেছে। প্রথম এবং চতুর্থ দিন বৃষ্টিতে একবলও খেলা না হওয়াতেই ফাইনালের ভবিতব্য কার্যত চূড়ান্ত। তবে পঞ্চমদিন সাউদাম্পটনের মেঘলা আবহাওয়ায় রংচংয়ে মুহূর্ত হাজির করলেন শুভমান গিল। নিজে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছেন।
তবে এবার ফিল্ডিং করতে গিয়ে নজর করলেন। দুরন্ত ক্যাচ পাকড়াও করে। রোজ বোলে পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল আধ ঘন্টা দেরিতে। মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় দুই কিউয়ি অপরাজিত ব্যাটসম্যান রস টেলর এবং কেন উইলিয়ামসন খুব সতর্ক হয়ে ব্যাট করছিলেন। অধিকাংশ বল-ই লিভ করছিলেন দু-জন। ওভার পিছু দু-রানে কিউয়ি ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে রান যোগ করছিলেন। অন্যদিকে ভারতীয় পেসাররাও মরিয়া হয়ে উইকেটের খোঁজে ছিলেন।
আরো পড়ুন: সৌরভকে নিয়ে প্রবল দড়ি টানাটানি দুই চ্যানেলের! ঐতিহাসিক লর্ডস সেঞ্চুরির দিনেই বড় খবর
এমন সময়েই ভারতকে ব্রেক থ্রু দেন মহম্মদ শামি। শামির ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারি ড্রাইভ করতে গিয়েছিলেন রস টেলর। শর্ট কভারে কার্যত ঝাঁপিয়ে পড়ে টেলরের ক্যাচ তালুবন্দি করেন শুভমান গিল। যেভাবে ক্যাচ ধরেন শুভমান, তাতে গোটা স্টেডিয়ামে সেলিব্রেশনের ঢেউ বয়ে যায়। তরুণ তারকাকে ঘিরে ধরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের সিনিয়র ক্রিকেটাররাও।
What a catch shubman 🔥🔥
Kiwis are on backfoot#NZvIND#ICCWTCFinal#worldtestchampionshipfinal#Shubmangill#Gill#Kohli#indvsnz#indvsnzpic.twitter.com/mx7zz9y5yf— Himanshu (@himanshu2782005) June 22, 2021
When Shubman Gill caught the catch of Ross Taylor, there was a reaction time of just 0.88 Seconds. - Incredible catch from Shubman Gill. #INDvNZpic.twitter.com/SHN7r39OAc
— CricketMAN2 (@man4_cricket) June 22, 2021
টেলর (৩৭ বলে ১১) আউট হয়ে যাওয়ার পরে আরও দু-উইকেট শিকার করে টিম ইন্ডিয়া। ১১৭/৩ থেকে নিউজিল্যান্ড লাঞ্চের আগে ১৩৫/৫ হয়ে যায়। রস টেলরের পর শামি বোল্ড করে দেন শেষ টেস্ট খেলতে নামা বিজে ওয়াটলিংকে (১)। মাঝে ইশান্ত আউট করেছেন হেনরি নিকোলসকে (৭)। ইশান্তের বলে কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন নিকোলস।
লাঞ্চের পরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে আপাতত টানছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (১৯) এবং কলিন ডে গ্র্যান্ডহোম (০)।
শেষ চারদিনে মাত্র ১৪১.২ ওভার খেলা হওয়ায় এই ম্যাচ যে ড্র হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। তবে এখনো রিজার্ভ ডে খেলা হবে। বুধবারই সম্ভবত মাঠে নামবে দুই দল। এর মধ্যে ফয়সালা হবে কিনা, সেদিকেই আপাতত নজর ক্রিকেট বিশ্বের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন