Advertisment

ব্র্যাডম্যান থেকে ধোনি-এমন কীর্তি কারোর নেই! সেই রেকর্ড গড়েই সেরার সেরা কোহলি

WTC final 2021, India vs New Zealand: টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটের ঘোষণা করেছিল বছর দুয়েক আগে।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni, virat kohli

ধোনিকে পেরোলেন কোহলি। - টুইটার

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে বেনজির কীর্তির মালিক হয়ে গেলেন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে সমস্ত আইসিসি ট্রফির ফাইনালে খেলার নজির গড়ে ফেললেন তিনি। শুক্রবারই এই রেকর্ড গড়ে ফেলতে পারতেন তিনি। তবে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় আরো একদিন অপেক্ষা করতে হয় তাঁকে।

Advertisment

ভারতীয় সময়ে দুপুর ২.৩০ নাগাদ টস করতে নামার সঙ্গেসঙ্গেই কোহলি সরকারিভাবে এমন রেকর্ড করে ফেলেন। কোহলির এই রেকর্ড জার্নির সূত্রপাত হয়েছিল ২০১১-য়। এমএস ধোনির নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া পৌঁছনোর পরে কোহলি সেই ট্রফি জয়ী একদশে জায়গা পেয়েছিলেন। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর চ্যাম্পিয়ন হয় ধোনির টিম ইন্ডিয়া। এর ঠিক দু-বছর পরে ভারত ইংল্যান্ডকে বিলেতের মাটিতে হারিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ধোনির নেতৃত্বে সেই দলেও কোহলি ছিলেন। ৩৪ বলে ৪৩ রান করে মহাতারকা সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন।

আরো পড়ুন: গাভাসকারদের যুক্তি কানে নিলেন না কোহলি, WTC ফাইনালে শুরুতে ব্যাটিং ভারতের

২০০৭ সালে ধোনির নেতৃত্বে টি২০ বিশ্বকাপ জয়ী দলে খেলার সুযোগ হয়নি কোহলির। সেই সুযোগ তাঁর সামনে আসে ২০১৪-য়। সেই সংস্করণের টি২০ বিশ্বকাপে ভারত শ্রীলঙ্কার কাছে লো স্কোরিং ফাইনালে পরাজিত হয়। ৫৮ বলে কোহলি ৭৭ রান করলেও ভারতীয় বোলাররা ১৩১ রান ডিফেন্ড করতে পারেনি। ধোনি অবসর নেওয়ার পরে কোহলি ২০১৭-য় জাতীয় দলকে আরো একবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে দেন নেতৃত্ব দিয়ে। সেই ফাইনালে ভারত মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। তবে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার স্বপ্ন পূরণ হয়নি কোহলির। সরফরাজ আহমেদের দল ভারতকে হারিয়ে দেয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।

কেরিয়ারের এই পর্যন্ত ধোনি এবং কোহলি সমস্ত আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার যুগ্ম কীর্তি গড়েন। তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে ওঠার পরে কোহলি এককভাবে এই কীর্তির মালিক হয়ে যান এদিন শনিবারেই। টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটের ঘোষণা করেছিল বছর দুয়েক আগে। তারপরে পয়েন্ট দেশে বিদেশে টেস্টের দুরন্ত রেকর্ড গড়ে কোহলির টিম ইন্ডিয়া ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সবমিলিয়ে আইসিসির পাঁচটা ইভেন্টের ফাইনালে ওঠার কীর্তি হয়ে গেল কোহলির।

যুব বিশ্বকাপের হিসাব ধরলে সংখ্যাটা ছয়। কারণ যুব দলের নেতা হিসেবেও কোহলি ২০০৮-এ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠেন এবং দলকে চ্যাম্পিয়ন করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli ICC MS DHONI world record Indian Cricket Team
Advertisment