গিলক্রিস্ট কিংবা বীরেন্দ্র শেওয়াগের ব্যাটিংয়ে প্রতিপক্ষ শিবিরে যেমন ত্রাসের সঞ্চার করে, সেই ভাবেই ঋষভ পন্থের ব্যাটিং বিপক্ষ দলে প্রভাব বিস্তার করে। এমনই বড় মন্তব্য করলেন এবার দীনেশ কার্তিক। গত কয়েকমাস ধরেই জীবনের সেরা ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে পন্থই টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে চলেছেন।
বছর দুয়েক আগে কেরিয়ারে ক্রমাগত ব্যর্থতার জেরে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন। তবে গত বছর অস্ট্রেলীয় সফর থেকেই অবিশ্বাস্য ছন্দে রয়েছেন ২৩ বছরের তারকা। পন্থকে ছাড়া জাতীয় দল এই মুহূর্তে কার্যত ভাবাই যায় না।
আরো পড়ুন: ‘স্বাধীনতা’ পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন সৌরভ! হাসি মুখে জানালেন সেই খবর
এমন প্রেক্ষিতেই জাতীয় দলের হয়ে খেলা দীনেশ কার্তিক অনুজ পন্থের জন্য প্রশংসার ঝুলি উপুড় করে দিলেন। টাইমস অফ ইন্ডিয়া-কে কেকেআরের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জানিয়ে দিয়েছেন, "ও খেলায় দলের প্রথম একাদশ আরো শক্তিশালী হয়েছে। টিম ম্যানেজমেন্ট প্রয়োজন মত অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ও প্রতিপক্ষ দলে ভয় ঢুকিয়ে দিতে পারে। গিলক্রিস্ট কিংবা বীরেন্দ্র শেওয়াগ যেভাবে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক হাজির করত, সেই কাজটাই করছে ও।"
আপাতত জাতীয় দলের হয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে বিলেতে। ২০১৮ সালে ইংল্যান্ড সফরেই কেরিয়ারের প্ৰথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তরুণ এই তারকা। কিছুদিন আগেই ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দুরন্ত শতরানও করেন তিনি। সেই পাঁচ তারা পারফরম্যান্সই পন্থ দেখাতে চাইবেন ইংল্যান্ডে। জুনের ১৮ তারিখ থেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ভারত। তারপর অগাস্টের ৪ তারিখ থেকে ইংল্যান্ড সিরিজ শুরু।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন