অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া হেড কোচ রাহুল দ্রাবিড়ের রণকৌশল নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন তারকা বাসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে দ্রাবিড়কে সমালোচনায় ভাসিয়ে দিলেন তিনি। বলে দিলেন, রাহানে, জাদেজা এবং কোহলি ছাড়া বাকি টিম ইন্ডিয়ার তারকাদের রীতিমত ক্লান্ত মনে হচ্ছে।
বাসিত আলি বলেছেন, "আমি রাহুল দ্রাবিড়ের বড় ফ্যান। সবসময় ওঁর ভক্ত ছিলাম। ভবিষ্যতেও থাকব। তবে কোচ হিসেবে উনি একদম বিগ জিরো। স্রেফ আমাকে বল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেদের দেশে ভারত টার্নিং পিচে প্রস্তুতি নিয়েছে? ভারত যখন অস্ট্রেলিয়ায় ট্যুর করেছিল, ওখানে কি একই ধরণের পিচ পেয়েছিল? ওখানে তো বাউন্সি উইকেট ছিল। ঈশ্বরই একমাত্র জানেন, উনি কী ভাবছিলেন! ঈশ্বর যখন মস্তিষ্ক বিতরণ করছিলেন, জানি না উনি কোথায় লুকিয়ে ছিলেন!"
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ২৯৬ রানের লিড নিয়ে ম্যাচ কার্যত হাতের মুঠোয় পুড়ে নিয়েছে। প্ৰথম তিনদিন ধরেই ব্যাটে-বলে দাপট দেখিয়েছে অজিরা। শুক্রবার ভারতের লোয়ার অর্ডারের প্রতিরোধ শেষমেশ খতম হয় ২৯৬ রানে। ১৭৩ রানের বিশাল লিড সমেত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে আরও ১২৩ রান যোগ করে ফেলেছে। বাসিত আলি মনে করছেন একমাত্র মিরাকল ছাড়া ভারত এই টেস্ট বাঁচাতে পারবে না।
"প্ৰথম দিনের প্ৰথম দু-ঘন্টা কী করে ব্যাট করবে, তা ভেবে প্ৰথমে বোলিং নেওয়ার মুহূর্তেই ভারত ম্যাচ হেরে বসেছিল। যে বোলিং ভারত প্রদর্শন করছে, তা আইপিএলের মত। লাঞ্চের সময় ভারতীয় বোলারদের খুশি দেখে মনে হচ্ছিল ওঁরা বোধহয় ম্যাচ-ই জিতে ফেলেছে। ভারতের এখন একটাই সুযোগ। ওঁদের সাত তাড়াতাড়ি আউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় কিছু মিরাকল ঘটানো। ভারত যে ১২০ ওভার ফিল্ডিং করেছে, সেই সময় একমাত্র জাদেজা, কোহলি, রাহানেকে চনমনে লেগেছে। বাকিদের ক্লান্ত মনে হয়েছে।" বলে দিয়েছেন বাসিত আলি।
Read the full article in ENGLISH