Advertisment

হেরে গিয়েও কোটি কোটি টাকা পকেটে পুরল ভারত! ভরাডুবি হলেও এটাই রোহিতদের স্বান্ত্বনা পুরস্কার

হেরে গিয়ে কত কোটি টাকা পেল ভারত, জানলে অবাক হবেন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বারবার দু-বার। ভারত ফের একবার আইসিসি ট্রফি জয়ের মঞ্চে মুখ থুবড়ে পড়ল। এবার ঘাতক অস্ট্রেলিয়ার সামনে গুটিয়ে গেল ভারত। ২০৯ রানে ওভালে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল টিম ইন্ডিয়াকে।

Advertisment

তবে রানার্স হলেও আইসিসি ভারতের মন ভালো করে দিচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই আইসিসির তরফে পুরস্কারমূল্য ঘোষণা করে দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে ১৬.৬৩ কোটি টাকার চেক নিয়ে দেশে ফিরছে। রানার্স হয়ে ভারত পাবে ৬.৬১ কোটি টাকা।

৪৪৪ রানের টার্গেট চেজ করতে নেমে ভারত চতুর্থ দিনই তিন উইকেট হারিয়ে ফেলেছিল। রোহিত শর্মা, শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা সকলেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।

আরও পড়ুন: বারবার সুপারফ্লপ! টিম ইন্ডিয়া থেকে ‘বলির পাঁঠা’ করে বাদ দেওয়া হচ্ছে ১০০ টেস্ট খেলা সুপারস্টারকে

কোহলি-রাহানে পঞ্চম দিন ভারতকে কতটা টানতে পারেন দেখার ছিল। তবে কোহলি শুরুতেই আউট হয়ে যাওয়ার পর ভারত আর নূন্যতম প্রতিরোধও খাড়া করতে পারেনি। রাহানে ফিরে যাওয়ার পর ভারতের ব্যাটিংয়ের লেজ গুঁড়িয়ে যায় মাত্র ২৩৪ রানে।

রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর কার্যত কোনও প্রতিরোধই করতে পারেননি। দুজনেই শূন্য রানে আউট হয়ে যান। নাথান লিয়ন রাউন্ড দ্য উইকেট থেকে বল করে ধসিয়ে দিলেন গোটা ভারতীয় ব্যাটিং। চার শিকার তাঁর নামের পাশে। পেসার স্কট বোল্যান্ড কোহলি, জাদেজা সমেত ৩ উইকেট দখল করলেন।

Cricket Australia ICC Indian Cricket Team
Advertisment