Advertisment

স্মিথকে সপাটে বল ছুঁড়ে মারার চেষ্টা! মাঠেই রাগারাগি করে আগুন লাগালেন সিরাজ, দেখুন বিষ্ফোরক ভিডিও

সিরাজ, স্মিথের উত্তপ্ত লড়াই ঘিরে তুলকালাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওভালে ঘটে গেল কেলেঙ্কারি কাণ্ড। মহম্মদ সিরাজ সরাসরি বল ছুঁড়ে মারার চেষ্টা করলেন স্টিভ স্মিথকে। যা নিয়ে মাঠেই হুলুস্থূল পড়ে গেল।

Advertisment

প্ৰথম দিন তিন উইকেটের বেশি ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। হতাশায় নুইয়ে মাঠ ছাড়তে হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিরাজ-শামিদের। দ্বিতীয় দিনেও সেই একই ভঙ্গিতে শুরু করেছিলেন ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথ। দিন শুরুর প্ৰথম কয়েক ওভারেই সিরাজের হতাশা সরাসরি আছড়ে পড়ে তাঁর ব্যবহারে। সিরাজ ছুটে এসে বল করার ঠিক আগের মুহূর্তে স্মিথ ক্রিজ থেকে নিজেকে সরিয়ে নেন। এতেই ক্ষুব্ধ হয়ে সিরাজ বল ছুড়ে দেন উইকেটের অন্য প্রান্তে।

সিরাজের ব্যবহার মোটেই মনঃপুত হয়নি স্মিথের। তিনি সরাসরি ব্যাখ্যা করার চেষ্টা করেন কেন শেষ মুহূর্তে ব্যাটিং স্ট্যান্স থেকে সরেন তিনি। জানিয়ে দেন স্পাইডার ক্যাম তাঁর মনোযোগে ব্যাঘাত ঘটানোর জন্য সরে দাঁড়ান তিনি। তবে সিরাজ সহজে ছাড়ার বান্দা নন। তিনিও পাল্টা উত্তপ্ত বাক্য বিনিময় করে বসেন তিনি।

এই ঘটনার পর যতবার সিরাজ বল হাতে বিট করেছেন স্মিথকে ততবার উল্লাসে ফেটে পড়তে দেখা যায় তাঁকে। তবে সিরাজের এমন গরমা-গরম ব্যবহার স্মিথকে শতরান করা থেকে থামাতে পারেনি।

যাইহোক, প্ৰথম সেশনেই স্মিথ-হেডের জুটিতে ভাঙন ধরায় ভারত। সিরাজ শেষমেশ হেডকে ফেরান ১৬৩ রানে। ঠিক দু-ওভার পরেই ক্যামেরন গ্রিনকে আউট করেন মহম্মদ শামি। স্মিথকে এরপরেই বোল্ড করেন শার্দূল ঠাকুর। সবমিলিয়ে স্মিথ-হেড ২৮৫ রানের পার্টনারশিপ গড়ে যান চতুর্থ উইকেটে।

Cricket Australia Steve Smith Indian Cricket Team Mohammed Siraj
Advertisment