/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/sara-shubman.jpg)
শুভমান গিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেভাবে নজর কাড়তে পারেননি। তা স্বত্ত্বেও দিনের শেষে লাইমলাইটে তিনি। তারকা ওপেনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনেই বিয়ের প্রস্তাব পেলেন। শুভমান গিলের সঙ্গে বারেবারেই নাম জড়িয়েছে মাস্টার ব্লাস্টার কন্যা সারা তেন্ডুলকর এবং সইফ কন্যা সারা আলি খানের। তবে এই দুই সেলেব নয়। শুভমানকে এবার বিয়ের প্রস্তাব দিলেন এক মহিলা সমর্থক।
ম্যাচের তৃতীয় দিনের ঘটনা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। ৮ রানেই ডেভিড ওয়ার্নারের উইকেট খুঁইয়ে বসেছিল অজিরা। সেই সময়েই ক্যামেরা এক মহিলা সমর্থককে ধরেছিল। উঁচু করে এক প্ল্যাকার্ড ধরেছিলেন তিনি। যেখানে শুভমানকে সরাসরি বিয়ের প্রস্তাব জানাতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
Proposal for Shubman Gill at the Oval. pic.twitter.com/76hpNoPlbi
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 9, 2023
যাইহোক, ভারত অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে প্ৰথম ইনিংসে থেমে গেল মাত্র ২৯৬ রানে। শুভমান গিল সহ ভারতের পুরো টপ অর্ডার ব্যর্থ। শুভমান গিল ১৩ করে আউট হয়ে যান। অজিঙ্কা রাহানে এবং শার্দূল ঠাকুরের শতরান পার্টনারশিপে ভর করে ভারত কোনওরকমে ফলো-অন রুখতে সমর্থ হয়। রাহানে ৮৯ রানে আউট হন। অন্যদিকে, শার্দূল ঠাকুরও ৫১ করেন। রবীন্দ্র জাদেজাও ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান।
বড়সড় লিড নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে ১২৩/৪। এখনই অজিদের লিড ২৯৬। হাতে রয়েছে ৬ উইকেট। চতুর্থ দিন যত তাড়াতাড়ি অজি ব্যাটিংকে মুড়িয়ে দিতে পারবে, ততই ম্যাচে টিকে থাকবেন রোহিতরা। তাই চতুর্থ দিনের প্রথম সেশন ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বল তো বটেই ব্যাট হাতেও জ্বলে উঠতে হবে ভারতকে।