Advertisment

সেরা তারকাকে বাইরে রেখেই বিশ্বজয়ের ফাইনালে নামল ভারত! কারণ জানিয়ে দিলেন ক্যাপ্টেন রোহিত

কেন বাদ দলের সেরার সেরা অস্ত্র, জানালেন রোহিত শর্মা

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs WI 2023 Squad | India vs West Indies 2023 Full Squad | India Squad for West Indies 2023

ওয়েস্ট ইন্ডিজের জন্য ভারতের স্কোয়াড 2023

যা ভাবা হয়েছিল। সেটাই হল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় একাদশ থেকে বাদ পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। চার সিমার এবং এক স্পিনারে দল সাজানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া।

Advertisment

ভারতের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা টসের সময় বলে দেন, "আমরা চার সিমার, এক স্পিনারে দল সাজিয়েছি। একমাত্র স্পিনার হিসাবে খেলছেন রবীন্দ্র জাদেজা। দুজনের মধ্যে একজনকে বাছাই করা বরাবর-ই কঠিন। অশ্বিন বছরের পর বছর আমাদের ম্যাচ উইনার হিসাবে খেলছে। ওঁকে ছেড়ে খেলতে নামাটা মোটেই সহজ নয়। তবে দলের স্বার্থে এটা করতেই হবে।"

অশ্বিনের সঙ্গেই প্ৰথম একাদশের বাইরে বসতে হচ্ছে অক্ষর প্যাটেলকে। আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্সের সুবাদে অজিঙ্কা রাহানের প্রত্যাবর্তন একপ্রকার নিশ্চিত ছিলই। সেটাই হল। শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরা চোটে ছিটকে যাওয়ার পর রাহানের মিডল অর্ডারে ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

যাইহোক, অশ্বিন দু-বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা পাননি। এমনকি গত ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের একটিতেও জায়গা হয়নি তাঁর।

গত বছর ইংল্যান্ডের এজবাস্টনে একমাত্র টেস্টে খেলেছিলেন শার্দূল। তারপর এই প্ৰথমবার টেস্টে জায়গা পেলেন সিমার-অলরাউন্ডার।

ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

Cricket Australia Indian Cricket Team
Advertisment