চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন বড়সড় বিতর্ক দানা বেঁধে গেল। চা পানের বিরতির ঠিক আগে শুভমান গিল বিতর্কিতভাবে আউট হলেন। স্কট বোল্যান্ডের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন গিল। ক্যামেরন গ্রিন বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন। বিতর্কের সূত্রপাত এখান থেকেই। রিভিউ দেখে স্পষ্ট নয়, গ্রিন পরিষ্কারভাবে ক্যাচ পাকড়েছেন কিনা। মাটিতে বল স্পর্শ করে থাকতে পারে ক্যাচ নেওয়ার সময়।
আইসিসি ফিডে স্বয়ং রিকি পন্টিংও বলে দেন, "গ্রিনের হাতে বল গিয়েছিল মাটি থেকে ৬-৮ ইঞ্চি ওপরে। তবে আমার প্রশ্ন, ক্যাচ সম্পন্ন করার সময় বলের কোনও অংশ কি মাটিতে ছুঁয়েছিল? আমি নিশ্চিত রোহিত শর্মা এটা নিয়েই আম্পায়ারদের সঙ্গে তর্ক-বিতর্ক চালাচ্ছিল। এই কারণে শুভমান গিল হয়ত হতাশ হবে।"
"বল গ্রিন পর্যন্ত ক্যারি করেছিল। মাটি থেকে ৬-৮ ইঞ্চি উপরেও বল ছিল। তবে এরপরে কি বল মাটির ওপরের অংশে স্পর্শ করেছিল?" বলেছেন অজি কিংবদন্তি।
পন্টিংয়ের সহ-ধারাভাষ্যকার কুমার সাঙ্গাকারারও সংশয় রয়েছে এই ক্যাচ নিয়ে। শ্রীলঙ্কান কিংবদন্তি জানাচ্ছেন, "গ্রিন বলের নিচে আঙুল দিয়ে ক্যাচ সম্পন্ন করেছিল। তবে বলের কোনও অংশ যদি মাঠ স্পর্শ করে তাহলে বুঝতে হবে, সেটা ক্যাচ ধরায় সহায়ক হয়েছে। সেক্ষেত্রে আম্পায়াররা সাধারণত নট আউট দিয়ে থাকেন।"
রবি শাস্ত্রী-ও আউট নিয়ে সংশয়ে দীর্ণ। "তৃতীয় আম্পায়ার ভেবেছিলেন আঙ্গুল হয়ত বলের তলায় রয়েছে। তবে প্ৰশ্ন হল ক্যাচ নেওয়ার পরেই কি বল গড়িয়ে গিয়েছিল?" বলছেন শাস্ত্রী। গাভাসকার বলছেন, "অনফিল্ড আম্পায়ার যখন আউট দেন, তখন সেই সিদ্ধান্ত বদলানোর জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পর্যাপ্ত প্রমাণ থাকা বাঞ্চনীয়।"
Read the full article in ENGLISH