বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্ৰথম একাদশ থেকে বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি অধিনায়ক হলে অশ্বিনের মত বড়মাপের স্পিনারকে বসাতে গিয়ে দ্বিধায় ভুগতেন। টসে জিতে অশ্বিনকে ছাড়া দল সাজিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাচের লাঞ্চব্রেকে সৌরভ সরাসরি জানিয়ে দেন, "এটা পুরোটাই আফটার থটস। আমি যদিও আফটার থটসে বিশ্বাস করি না। ক্যাপ্টেন হিসাবে টসের আগে সিদ্ধান্ত নিতে হয়। ভারত ঠিক করেছে চার পেসারে খেলবে। ঘটনা হল, বিগত কয়েক বছরে ভারত বিদেশে চার সিমার নামিয়ে ফলাফল পেয়েছে। টেস্ট ম্যাচও জিতেছে। তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়। আমি ক্যাপ্টেন হলে, অশ্বিনের মত কোয়ালিটি স্পিনারকে বসানো আমার পক্ষে কঠিন হত। তবে আমি এবং রোহিত অধিনায়ক হিসেবে আলাদা। দু-জনের চিন্তাভাবনাও আলাদা হবে।"
ম্যাচে লাঞ্চ ব্রেকে মার্নাস লাবুশানে অস্ট্রেলিয়াকে টানছিলেন। লাঞ্চের সময় অস্ট্রেলিয়া ৭৩/২ ছিল। পরে স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড দুজনে ডাবল সেঞ্চুরি পার্টনারশিপে ভারতকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেন।
অস্ট্রেলীয় ইনিংসের শুরুতেই আঘাত হানেন মহম্মদ সিরাজ। চতুর্থ ওভারেই ফর্মে থাকা উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন সিরাজ। তারপরে ভারতীয়দের সামনে প্রতিরোধ গড়ে তোলেন ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশানে। ওয়ার্নার ৬০ বলে ৪৩ করে আউট হয়ে যান। লাবুশানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে যান তিনি।
গত বছর এজবাস্টনে শেষ টেস্ট খেলা শার্দূল ঠাকুর আউট করেন ওয়ার্নারকে। তারপর অজিদের টানছিলেন লাবুশানে। ওড়িশায় ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি সম্মান জানাতে দুই দলই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
Read the full article in ENGLISH