Advertisment

IPL শেষ হতেই নতুন চাকরিতে সৌরভ! রবি শাস্ত্রীর সঙ্গে নামবেন 'একই ময়দানে'

সৌরভের নতুন চাকরি নিয়ে উত্তাল ক্রিকেট মহল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএল শেষ। বোর্ড প্রেসিডেন্টের চেয়ার থেকে পদচ্যুত হওয়ার পর আইপিএলেই নতুন ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ক্রিকেট ডিরেক্টর হিসাবে ছিলেন দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে। রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, শ্যেন ওয়াটসন, প্রবীণ আমরেদের দিল্লি ক্যাপিটালস আইপিএলে একদম হতাশাজনক পারফর্ম করেছে।

Advertisment

প্ৰথম দল হিসেবে প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের দুঃস্বপ্নের অভিজ্ঞতা ভুলে এবার নতুন ভূমিকায় 'ব্যাট' করতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী সপ্তাহেই ইংল্যান্ডের ওভালে বসছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর। ভারতের বিরুদ্ধে খেলতে নামছে অস্ট্রেলিয়া।

আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কমেন্ট্রি করতে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে র টিভি এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি প্লাস হটস্টার-এ। মহাযুদ্ধের আগে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ কমেন্টেটরদের নাম প্রকাশ করে দিল। ইংরেজিতে কমেন্ট্রি করবেন নাসের হুসেন, রবি শাস্ত্রী, সুনীল গাভাসকার, ম্যাথু হেডেন। হিন্দিতে কমেন্ট্রি করতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়, দীপ দাশগুপ্ত, হরভজন সিং এবং এস শ্রীসন্থ।

হিন্দি, ইংরেজি ছাড়াও একাধিক আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য শোনা যাবে। তামিলে ধারাভাষ্য করবেন ইয়ো মহেশ, লক্ষ্মীপতি বালাজি, সদাগোপান রমেশ এবং এস শ্রীরাম। তেলুগুর ধারাভাষ্যকার কৌশিক এনসি, আশিস রেড্ডি, টি সুমন, কল্যাণ কে। কানাড়ায় কমেন্ট্রি শোনা যাবে বিজয় ভরদ্বাজ, শ্রীনিবাসন এমবি, চিপলি, পবন দেশপান্ডে এবং সুনীল জোশির কন্ঠে।

ঘটনাচক্রে ক্রিকেট প্রশাসনে আসার আগে একটা সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায় চুটিয়ে ধারাভাষ্য করেছেন। আবার সেই পুরোনো জগতে ফেরত গেলেন তিনি। কয়েকদিন আগেই ত্রিপুরার পর্যটন বিভাগের বাণিজ্যদূত হয়েছেন তিনি।

Sourav Ganguly Ravi Shastri cricket Cricket News
Advertisment