প্ৰথমে বিরাট কোহলি। তারপরে রোহিত শর্মা। টানা দু-বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেই রানার্স হল ভারত। প্ৰথমে নিউজিল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া- দু-বার ভারতকে পরাস্ত করে চ্যাম্পিয়নশিপের মুকুট পড়ল। আর ভারতের হেরে যাওয়ার মঞ্চেই বড়সড় প্রশ্ন তুলে দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা।
বলে দিলেন বারবার কেন ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ঠিক করা হচ্ছে। ২০২১-এ ভারত কিউইদের কাছে যেবার হেরেছিল, সেবার সাউদাম্পটনে এজেস বোলে খেলা হয়েছিল। দু-দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর খেলা গড়িয়েছিল রিজার্ভ ডেতে।
এবার অবশ্য বৃষ্টি ছাড়াই খেলা শেষ হল পাঁচদিনের মধ্যে। ২০৯ রানে হেরে বসল ভারত। আর হেরে যাওয়ার মঞ্চেই বিষ্ফোরকভাবে রোহিত শর্মা বলে দিলেন, "বছরের মধ্যে জুনেই কেন আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে। আর ফাইনাল তো ইংল্যান্ড ছাড়া অন্য দেশেও আয়োজন করা যায়।"
ঘটনাচক্রে, ২০২৫-এ আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-ও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের লর্ডসে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফরম্যাট বদলের পক্ষেও সওয়াল করেছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। জানাচ্ছেন, "ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেন তিন ম্যাচের সিরিজ হয়। কঠোর পরিশ্রম করে আমরা ফাইনালে উঠে মাত্র এক ম্যাচে সবকিছু লের ফয়সালা হল। পরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ৩ ম্যাচের সিরিজ হয়, সেটা আদর্শ হবে।"
ম্যাচে কেন হার, রোহিত খেলা শেষের পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলে দিয়েছেন, "কঠিন ম্যাচ খেলতে হল। টসে জিতে ওঁদের ব্যাট করতে পাঠিয়ে আমরা ভেবেছিলাম ভালোই শুরু করেছি। ফার্স্ট সেশনে আমরা বোলিং-ও ভালো করেছি। তারপর আমরা নিজেরাই নিজেদের নিচে নামিয়েছি। তবে অজি ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। ওঁরা আমাদের দুর্বলতার পুরোপুরি ফায়দা তুলেছে। জানতাম এরপরে ম্যাচে ফিরে আসা শক্ত হবে। তবে শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়েছি। অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা।"
টানা দুটো ফাইনালে পৌঁছনোও কম কৃতিত্বের নয়। জানাচ্ছেন রোহিত। বলছেন, "চার বছর ধরে কঠিন লড়াই করে ফাইনালে পৌঁছেছি। দুটো ফাইনালে খেলাটা দারুণ কৃতিত্বের বিষয়। দু-বছর অন্তর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়। তাই আমরা যা অর্জন করেছি, সেটা কোনওভাবেই খাটো করা যাবে না। আমরা ফাইনালে পৌঁছেও জিততে পারিনি। এটা দুর্ভাগ্যের। তবে আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। পরেরবার ফাইনালে পৌঁছনোর জন্যও কঠিন লড়াই করব।"
Read the full article in ENGLISH