/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/head-india.jpg)
কাউন্টার এটাকিং ক্রিকেট খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ৰথম দিনেই ভারতকে ব্যাকফুটে ঠেলে দিলেন ট্র্যাভিস হেড। প্ৰথম দিকে পরপর উইকেট হারিয়েছিল অজিরা। সেখান থেকে বিপর্যয় বাঁচিয়ে অস্ট্রেলিয়ানদের প্ৰথম দিনের নায়ক ট্র্যাভিস হেড। লাঞ্চের পরেই অস্ট্রেলীয়রা নিজেদের ইনিংসের তৃতীয় উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। তারপরেই হেড এবং স্মিথের পার্টনারশিপে রক্ষা পায় অস্ট্রেলিয়া। বুধবার টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরান করে গেলেন হেড। সবমিলিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে হেডের এটা চতুর্থ শতরান।
টেস্টে মাত্র ১০৬ বলে তিন অঙ্কের রানে পৌঁছন তারকা। ১৪টা বাউন্ডারি, একটা ছক্কার সাহায্যে। লাঞ্চের পরেই মহম্মদ শামির ইনকামিং ডেলিভারি সামলাতে না পেরে আউট হয়ে যান মার্নাস লাবুশানে। তারপরে স্মিথের সঙ্গে রানের পাহাড় বরে তোলেন তিনি। শতরানে পৌঁছনোর পথে স্মিথের সঙ্গে দেড়শ রানের পার্টনারশিপও পূর্ণ করে ফেলেন তিনি।
৭৬/৩ থেকে অস্ট্রেলিয়া দিনের শেষে ৩২৭/৩। ২৫১ রানের পার্টনারশিপ ইতিমধ্যেই স্মিথের সঙ্গে গড়ে ফেলেছেন হেড। স্মিথ (৯৫) শতরানের ঠিক মুখেই রয়েছেন। হেড আবার ব্যাটিং করছেন ১৪৬ রানে।
তার আগে টসে জিতে ভারত প্ৰথমে বল করার সিদ্ধান্ত নেয়। অশ্বিনকে বাইরে রেখে একমাত্র স্পিনার হিসাবে খেলানো হয় রবীন্দ্র জাদেজাকে। চার সিমারে দল সাজান ক্যাপ্টেন রোহিত। অজি ইনিংসের শুরুতেই চতুর্থ ওভারে ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। শূন্য রানে ফিরিয়ে দিয়েছিলেন ফর্মে থাকা তারকা উসমান খোয়াজাকে। এরপরে ডেভিড ওয়ার্নার ৬০ বলে ঝোড়ো ৪৩ রানের ইনিংস খেলে যান। ওয়ার্নার-লাবুশানের ৬৯ রানের পার্টনারশিপে ভাঙন ধরান শার্দূল ঠাকুর। লাঞ্চের সময় ৭৩/২ ছিল অজিরা। লাঞ্চের পরেই ফিরে যান লাবুশানে। তারপর গোটা দিন জুড়েই ভারতীয় বোলারদের ভুলে যাওয়ার মত দিন উপহার দিলেন ট্র্যাভিস হেড।
Read the full article in ENGLISH