Advertisment

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধ ভারত বনাম অস্ট্রেলিয়ার! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন ফাইনাল

মহাযুদ্ধের ফাইনাল ম্যাচ কবে, কোথায়, কোন চ্যানেলে চোখ রাখবেন, জেনে নিন বিস্তারিত

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

World Test Championship (WTC) Final 2023 live streaming details: আর ২৪ ঘন্টা। তারপরেই ওভালে শুরু হয়ে যাচ্ছে টেস্টের বিশ্বকাপ জয়ের চূড়ান্ত লড়াই। যে লড়াইয়ে অবতীর্ণ ভারত এবং অস্ট্রেলিয়া। ২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে শীর্ষস্থানে থেকে দুই দল ফিনিশ করেছে। অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেছে। ভারত আবার দ্বিতীয় হয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। ঘটনা হল, আইসিসি ক্রমপর্যায়ে ভারত আবার এই মুহূর্তে শীর্ষস্থানীয় দল। দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

Advertisment

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে কোন দল চ্যাম্পিয়ন হবে, তা নির্ধারণ করা হবে ওভালে নিরপেক্ষ ভেন্যুতে। এই নিয়ে টানা দু-বারই ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল। প্ৰথমবার সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়ার। তবে পুরোনো সেই আক্ষেপ ভুলে ভারত আপাতত চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া।

ভারত চ্যাম্পিয়ন হলে, ১০ বছর পর আইসিসি ট্রফি খরা কাটাবেন রোহিত-কোহলিরা। শেষবার ভারত আইসিসি ট্রফি পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে দুই দলই চোট-আঘাতে জর্জরিত। ভারতীয় দল পাচ্ছে না একের পর এক তারকাকে। চোটপ্রাপ্ত দের তালিকায় রয়েছেন কেএল রাহুল, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, জয়দেব উনাদকাতদের মত তারকাদের। অস্ট্রেলিয়াকে আবার নামতে হচ্ছে বোলিং আক্রমণের প্রধান অস্ত্র জস হ্যাজেলউডকে ছাড়াই।

WTC ফাইনালে কি রিজার্ভ ডে?

ফাইনাল ম্যাচের সূচি জুনের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত। দক্ষিণ লন্ডনের ওভালে। তবে কোনও কারণে প্রাকৃতিক দুর্যোগে কোনও দিন নষ্ট হলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে ১২ জুন। ঘটনাচক্রে ২০২১-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডেতে।

Where to watch live streaming of WTC final between India vs Australia:

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দেখানো হবে সরাসরি।স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ HD, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ HD, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ HD হিন্দি, স্টার স্পোর্টস-১ তামিল HD+SD, স্টার স্পোর্টস ১ কন্নড়-এ ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে। ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং সরাসরি উপভোগ করা যাবে ডিজনি+হটস্টার-এ।

Read the full article in HINDI

cricket Cricket Australia Indian Cricket Team Cricket News
Advertisment