Advertisment

WTC ফাইনালে চ্যাম্পিয়ন হচ্ছে ভারত-ই! এই পাঁচ কারণে অজিদের তুবড়ে দিয়ে বিশ্বজয়ী রোহিতরা

কেন ভারত চ্যাম্পিয়ন হতে চলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, জেনে নিন কারণ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল অজিরা

শুরু হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। চলতি টেস্ট সাইকেলে ইন্দো-অজি দুই দলই উত্থান-পতনের মধ্যে দিয়ে সফর সমাপ্ত করেছে। ২০১৪/১৫-র পর থেকে যত দ্বিপাক্ষিক বর্ডার-গাভাসকার ট্রফি খেলা হয়েছে, তাঁর অধিকাংশ সময়ই ভারত ফেভারিট হিসাবে মাঠে নেমেছে।

Advertisment

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিরপেক্ষ ভেন্যুতে একটি ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। রিকি পন্টিং, ওয়াসিম আক্রমের মত কিংবদন্তিরা তো অস্ট্রেলিয়াকেই এগিয়ে রেখেছেন। কারণ হিসেবে দুইজনই ইংল্যান্ডের সুইং নির্ভর কন্ডিশনকে ফ্যাক্টর ধরছেন।

তবে অস্ট্রেলিয়া নয়, চ্যাম্পিয়ন হতে পারে ভারত-ই! কেন দেখে নেওয়া যাক সম্ভাব্য কারণ-
১) ওভালে অজি-রেকর্ড: ওভালেই টেস্ট ইতিহাসের প্ৰথম ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে। তারপর থেকে অস্ট্রেলিয়ানদের কাছে ওভাল হয়ে উঠেছে ট্র্যাজেডির ভেন্যু। ইংল্যান্ডের এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ৩৮ টেস্ট খেলে এখনও পর্যন্ত মাত্র ৭টিতে জয় পেয়েছে। দক্ষিণ লন্ডনের এই ভেন্যুতে অজিদের সাফল্যের হার মাত্র ১৮.৪২ শতাংশ। যে ইংল্যান্ডের কোনও ভেন্যুতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন।

২) ওভালে ভারতীয়দের সাম্প্রতিক স্মরণীয় অভিজ্ঞতা:
ওভালে ভারতীয়দের সাফল্য যে আহামরি, এমনটা অবশ্য নয়। ১৪ ম্যাচ খেলে ভারত জিতেছে মাত্র দুটোয়। হার এবং জয় যথাক্রমে পাঁচটিতে এবং সাতটিতে। তবে বছর দুয়েক আগেই রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের ইংল্যান্ডকে ১৫৭ রানে হারানোর স্মৃতি এখনও টাটকা। ৪০ বছর পর যা ছিল এই ভেন্যুতে ভারতের প্ৰথম জয়। সেই স্মরণীয় জয় থেকে উদ্দীপ্ত হয়ে মাঠে নামতে পারেন রোহিতরা।

৩) দ্য কিং ইজ ব্যাক:
বিরাট কোহলি টেস্টে বছর তিনেকের শতরানের খরা কাটিয়ে সেঞ্চুরি করেছিলেন চলতি বছরের জানুয়ারিতে। আহমেদাবাদে কোহলির ব্যাটে শতরান এসেছিল অস্ট্রেলীয়দের বিপক্ষেই। টেস্টের পর বাকি দুই ফরম্যাটেও দীর্ঘদিনের অফফর্ম কাটিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন কিং কোহলি। আইপিএলের দুর্ধর্ষ ফর্মকে সাক্ষী রেখে কোহলি এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অবতীর্ণ হচ্ছেন। আর অজিদের বরাবরের ত্রাস কোহলি। টেস্টে প্যাট কামিন্সের দলের বিপক্ষে কোহলি ৪৮.২৭ গড় নিয়ে ১৮৫৭ রান করেছেন। আটটা টেস্ট সেঞ্চুরিও রয়েছে কোহলির।

৪) শুভমান গিল বনাম মিচেল স্টার্ক:
চলতি সিজনে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। আইপিএলে নিজের ফর্ম অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গিয়েছেন পাঞ্জাব তনয়। আহমেদাবাদ টেস্টে কোহলির সঙ্গেই শতরান করেছিলেন গিল-ও। বিশ্বক্রিকেটে নতুন বলে সেরার সেরা বোলার ধরা হয় মিচেল স্টার্ককে। তবে এই পেস সুপারস্টার কিন্তু শুভমান গিলকে একবার-ও আউট করতে পারেননি। ভারতীয় ইনিংসের শুরুতে গিল আগ্রাসী মেজাজে স্টার্কের ওপর চড়াও হলে ছন্দ হারিয়ে ফেলতে পারেন অজি স্পিডস্টার। সেক্ষেত্রে এডভান্টেজ ভারত-ই।

৫) ফ্যাক্টর যখন রবীন্দ্র জাদেজা:
হাঁটুতে চোট সারিয়ে ফেরার পর রবীন্দ্র জাদেজা যাতে ই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। ভারতে অনুষ্ঠিত শেষ বর্ডার-গাভাসকার ট্রফিতে জাদেজা সিরিজ সেরা হয়েছিলেন। ইংল্যান্ডে পরিস্থিতি আলাদা হলেও জাদেজার হাতে নিগ্রহের টাটকা স্মৃতি সঙ্গে নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে স্যার জাদেজা ২২ উইকেট দখল করেছিলেন। এমনকি ব্যাট হাতেও চূড়ান্ত ছন্দে রয়েছেন তিনি। মিডল অর্ডারে রান করেছেন নিয়মিতভাবে। আইপিএলে ফাইনালে চ্যাম্পিয়ন করেছেন জাদেজা। তাই জাদেজা শেষমেশ বিলেত মুলুকে ক্যাঙ্গারু বধ করলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

Read the full article in ENGLISH

cricket Cricket Australia Cricket News Indian Cricket Team
Advertisment