WTC final 2033, Team India playing 11 prediction: ২০২১-এ কাছে এসেও ট্রফিজয় হয়নি টিম ইন্ডিয়ার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছনোর পর অবশ্য পুরোনো ভুলের পুনরাবৃত্তি করতে চাইছে না টিম ইন্ডিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ৰথমবার ফাইনালে বিরাট কোহলির টিম ইন্ডিয়া কার্যত দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে এবার ভারত পুরোনো মঞ্চে অবতীর্ণ হচ্ছে রোহিত শর্মার নেতৃত্বে।
চোট-আঘাতে বিপর্যস্ত হয়ে বহু তারকা ফাইনালে খেলতে পারছেন না। ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, জয়দেব উনাদকতরা আগেই ছিটকে গিয়েছেন। এমন অবস্থায় সেরা একাদশ নামিয়েই ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলীয়-বধ করতে চাইছে দ্রাবিড়-রোহিতদের ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়াও সেরা একাদশ নামাচ্ছে।
ভারতের প্ৰথম একাদশ কার্যত ঠিক। তবে একটা জায়গায় ধন্দ রয়ে গিয়েছে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কেএস ভরত নাকি ঈশান কিষান- কার ওপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। তা এখনও চূড়ান্ত নয়।
ওপেনার হিসাবে রোহিতের পার্টনার হচ্ছেন তুখোড় ফর্মে থাকা শুভমান গিল। তিন এবং চারে খেলবেন যথাক্রমে চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ফর্মে ফেরা অজিঙ্কা রাহানে পাঁচ নম্বরে খেলবেন। ছয়ে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঈশান কিষান নয়, বরং গুজরাট টাইটান্স স্কোয়াডে থাকা কেএস ভরতকে অগ্রাধিকার দিতে পারে টিম ম্যানেজমেন্ট।
সাত এবং আটে খেলবেন যথাক্রমে জাদেজা এবং অশ্বিন। একদম টেলএন্ডার হিসাবে খেলানো হবে শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামিকে। ওভালে ভারত চার নাকি তিন পেসারে খেলবে তা নির্ভর করছে পিচের কন্ডিশনের ওপর। এক স্পিনার খেলানো হলে বাদ পড়বেন রবিচন্দ্রন অশ্বিন। সেক্ষেত্রে জায়গা মিলবে উমেশ যাদবের।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঈশান কিষান/কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন/ উমেশ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ
Read the full article in HINDI