WTC Points Table: আশা প্রায় খতম ভারতের! বৃষ্টিতে গাব্বায় বেঁচে গেলেও ফাইনাল হবে হাতছাড়া

WTC 2023-25 Points Table: ব্রিসবেনে বেকায়দায় ভারত। অজিরা রানের পাহাড় চাপানোর পরেই ভারত ক্রিজে থিতু হওয়ার আগেই চার উইকেট হারিয়ে ফেলেছে। বৃষ্টিই এখন বাঁচাতে পারে ভারতকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, ভারতীয় ক্রিকেট দল, টিম ইন্ডিয়া

Team India: নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার ভারতকে বেপথু করে দিয়েছে (বিসিসিআই)

ICC World Test Championship: ভারতীয় দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য লড়াই করছে। লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী। ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই দল ফাইনালে পৌঁছতে পারে। ভারত এক সময় টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনোর জন্য একদমই ফেভারিট ছিল। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার সব হিসেব ওলট পালট করে দিয়েছে

Advertisment

 এমনিতে কিউইদের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ সিরিজ জয় ভারতকে প্ৰথম ফাইনালিস্ট হিসাবে আগেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের দরজায় পৌঁছে দিত। তবে কিউইদের কাছে হোয়াইটওয়াশের হার ভারতের রাস্তা আরও কঠিন করে দিয়েছে।

বর্তমান অবস্থা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত আপাতত তৃতীয় স্থানে রয়েছে। পারথে ভারত অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে সাময়িকভাবে শীর্ষস্থান দখল করেছিল। তবে এডিলেড টেস্ট হার এবং দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর ভারত আপাতত তিন নম্বরে নেমে গিয়েছে।

Advertisment

ব্রিসবেন টেস্টের সমীকরণ

ব্রিসবেন টেস্টে ভারতের অবস্থা আশঙ্কাজনক। অস্ট্রেলিয়া প্ৰথম ইনিংসে ৪০০ প্লাস করার পর ভারত ব্যাট করতে নেমে ধুঁকছে ৫৮/৪-এ। ভারতের ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছে বৃষ্টি। প্ৰথম দিন প্রায় বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর তৃতীয় দিনেও একই চিত্র।

আরও পড়ুন: যশস্বীকে আউট করে কুকুরের মত জিভ বের করে ভেংচি! ফের বিতর্কের উত্তাপ স্টার্কের, রইল ভিডিও

ম্যাচের চতুর্থ এবং পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমন অবস্থায় ভারত যদি বৃষ্টির সৌজন্যে গাব্বায় ড্র-ও করে, তাহলেও শেষ রক্ষা হবে না। কারণ তর্কের খাতিরে ভারত যদি শেষ দুই টেস্টে সিডনি এবং মেলবোর্নে জয়লাভ-ও করে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৫৮.৮ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারে।

অন্যদিকে অস্ট্রেলিয়া ভারতের কাছে চলতি সিরিজে হারলেও শ্রীলঙ্কাকে আগামী সিরিজে হোয়াইটওয়াশ করলেই ৬০.৫ পয়েন্টে পৌঁছে যাবে। তাই ব্রিসবেন টেস্ট ড্র কিংবা ভারতের হারে গড়ালেই সর্বনাশ। বাকি দুই টেস্টের একটিতে হারলেই ভারতের অভিযান খতম বলে ধরতে হবে।

ভারতের লক্ষ্য

ভারত আপাতত চাইবে, ব্রিসবেন টেস্ট ড্র হলেও শ্রীলঙ্কা যেন আগামী সিরিজের দুই টেস্টের একটিতে পরাস্ত করে অস্ট্রেলিয়াকে। যেটা প্রায় কঠিন কাজ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা নামবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। সেই সিরিজেও পাকিস্তান যাতে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে, সেটা চাইবে ভারত। অর্থাৎ, ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে আপাতত অন্যান্য দলগুলোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে।

শ্রীলঙ্কা-পাকিস্তান কি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে ভারতের ফাইনালে পৌঁছনোর পর প্রশস্থ করতে পারবে, সেদিকেই নজর থাকবে সকলের।

Test cricket Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Team India WTC