/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/WV-Raman-Gautam-Gambhir.jpg)
WV Raman-Gautam Gambhir: গম্ভীর আর রামন একইদিনে ইন্টারভিউ দিয়েছিলেন। (ছবি- টুইটার)
WV Raman, Team India new Head coach, Gautam Gambhir: গৌতম গম্ভীরের ইন্টারভিউয়ের দিনই তিনি ভারতীয় দলের প্রধান কোচের পদের জন্য বিসিসিআইয়ের কমিটির সদস্যদের সামনে ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ডব্লিউভি রামন মঙ্গলবার গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ ঘোষিত হওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছেন। এর আগে বিসিসিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ওপেনার গৌতম গম্ভীরকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ বলে ঘোষণা করে।
অবশ্য গম্ভীরের নিযুক্তি ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে জল্পনা চলছিল, গম্ভীর শীঘ্রই ভারতীয় দলের কোচ হতে চলেছেন বলে। বিসিসিআইয়ের বিভিন্ন সূত্রও এই জল্পনার সত্যতা স্বীকার করেছিল। কেকেআরকে চলতি বছরে আইপিএল জেতানোর পর গম্ভীরকে কোচ হিসেবে বেশ গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই বর্তমান হর্তা-কর্তা-বিধাতার পছন্দ মানেই গম্ভীরের জাতীয় দলের কোচ হওয়া নিশ্চিত। এমনটাই শোনা যাচ্ছিল।
গত মাসে ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পরই জাতীয় দলের প্রধান কোচ পদে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ভারতের প্রধান কোচের ভূমিকার জন্য গম্ভীরই একমাত্র প্রার্থী ছিলেন না। কারণ, বিসিসিআই প্রাক্তন ভারতীয় ব্যাটার ডব্লিউভি রামনেরও সাক্ষাৎকার নিয়েছিল। কিন্তু, সেসব যেন স্রেফ লোকদেখানো। বিসিসিআই সচিবের পছন্দমত, ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদের জন্য গম্ভীরকেই বেছে নিল।
Congrats @GautamGambhir and all the very best to you .
— WV Raman (@wvraman) July 9, 2024
এরপরই সোশ্যাল মিডিয়ায় রামন ভারতের নতুন কোচকে অভিনন্দন জানান। তিনি লেখেন, 'অভিনন্দন @ গৌতম গম্ভীর এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।' মঙ্গলবার গম্ভীরের নিযুক্তির কথা জানিয়ে বিসিসিআই এক বিবৃতিতে লিখেছে, 'মঙ্গলবার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষনা নায়েকের সমন্বয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার প্রধান কোচ (সিনিয়র পুরুষ) হিসেবে সুপারিশ করেছে। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন অ্যাওয়ে সিরিজ থেকে টিম ইন্ডিয়ার দায়িত্ব নেবেন। ২৭ জুলাই ওই সিরিজ শুরু হচ্ছে। শ্রীলঙ্কায় ভারতীয় দল তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি২০ খেলবে।'
আরও পড়ুন- রোহিতের ‘স্ত্রী’ দ্রাবিড়! বিশ্বকাপ জয়ের দুই মহানায়কের সম্পর্কের কথা এবার ভাইরাল করলেন রীতিকা
বিসিসিআই রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি নিয়োগের জন্য গত ১৩ মে আবেদনপত্র চেয়েছিল। তাতে আবেদন করেছিলেন ২০০৭ সালের আইসিসি টি২০ এবং ২০১১ সালের আইসিসি একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা গম্ভীর। ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার আইপিএলে কেকেআরকে নেতৃত্ব দিয়ে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৪ তিনি ফের কেকেআরের মেন্টর হয়ে ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করেছেন।