ফ্যানেদের জন্য় সুখবর! আগামী মাসেই তাঁরা ফের রিংয়ে দেখতে পারবেন জন সিনাকে। অবসরের জল্পনায় জল ঢেলে কামব্যাক করছেন ১৬ বারের বিশ্ব চ্য়াম্পিয়ন। খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই।
গত ২৫ সেপ্টেম্বর জন সিনার একটা টুইটেই ফ্যানেদের মনে তাঁর অবসর নিয়ে আশঙ্কার কালো মেঘ জমেছিল। জন সিনা লিখেছিলেন, “কোনও কিছুই চিরস্থায়ী হয় না। যখন কোনও কিছু ভালবেসে করা হয় সেটা উপভোগ করা উচিত। আর এভাবেই শেষ হয়। আর পিছন ফিরে দেখলে সেখানে আক্ষেপ নয়, থেকে যায় স্মৃতি।” আর এই টুইটেরই মনে করা হচ্ছিল যে, জন সিনা আর রিংয়ে নামবেন না।ডব্লিউডব্লিউই-র অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘দ্য লিডার অফ দ্য সেনেশন’ আগামী মাসে ২০ দিনের মধ্যে ১৩ বার রিংয়ে নামবেন। শেষবার সিনাকে অস্ট্রেলিয়ায় ডব্লিউডব্লিউই সুপার শো ডাউনে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: জীবনের লড়াইয়ে রোমান রেইন্স, আর নামবেন না রিংয়ে
৪১ বছরের জন সিনা নিঃসন্দেহে ডব্লিউডব্লিউই-র ইতিহাসে অন্যতম সেরা তারকা। ডব্লিউডব্লিউই যে সূচি প্রকাশ করেছে সেখানে রয়্যাল রাম্বেল, ফাস্টলেন ও রেস্টলমেনিয়াতেই দেখা যাবে জন সিনাকে। জন সিনা রেস্টলিংয়ের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা করতে উঠে পড়ে লেগেছেন। কিংবদন্তি জ্যাকি চ্য়ানের সঙ্গে তিনি প্রোজেক্ট এক্স-ট্র্যাকশন ছবির জন্য কাজ করছেন।
জন সিনার আসন্ন লাইভ ইভেন্টের সূচি:
ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্ক- ২৬ ডিসেম্বর
নাসাউ কলিসিয়াম, নিউ ইয়র্ক- ২৭ ডিসেম্বর
রয়্যালস ফার্মস এরিনা, বাল্টিমোর- ২৮ ডিসেম্বর
পিপিজি পেইন্টস এরিনা, পিটসবার্গ- ২৯ ডিসেম্বর
অ্যামালি এরিনা, ট্যাম্পা- ডিসেম্বর ৩০
কলম্বাস সিভিক সেন্টার, কলম্বার- ৪ জানুয়ারি
ডোনাল্ড এল টাকার সিভিক সেন্টার, টালাহাসি -৫ জানুয়ারি
হার্টস এরিনা, এফটি মার্স- ৬ জানুয়ারি
অ্যামওয়ে সেন্টার, অরল্যান্ডো-৭ জানুয়ারি (র)
চার্লস্টন সিভিক সেন্টার, চার্লস্টন- ১১ জানুয়ারি
নক্সভিল সিভিক কলিসিয়াম, নক্সভিল -১২ জানুয়ারি
ভন ব্রন সিভিক সেন্টার, হান্টসভিল- ১৩ জানুয়ারি
ফেডএক্স ফোরাম, মেমফিস -১৪ জানুয়ারি