/indian-express-bangla/media/media_files/2025/06/25/yashasvi-jaiswal-2025-06-25-16-00-37.jpg)
খেলা চলাকালীন নাচ করছেন যশস্বী জয়সওয়াল
India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৫ উইকেটে পরাস্ত হয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হারের পিছনে অন্যতম বড় কারণ হল ফিল্ডিং ব্যর্থতা। দুটো ইনিংসেই ভারতীয় ফিল্ডাররা একাধিক ক্যাচ মিস করেছেন। এই তালিকায় সবার উপরে নাম রয়েছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। তাঁর জঘন্য ফিল্ডিং নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। যশস্বীর হাত থেকে ক্যাচ ফসকে যাওয়ার কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। কিন্তু, এই ম্য়াচ চলাকালীন যশস্বী এমন একটি কাণ্ড করে বসলেন, যা সমর্থকদের কাটা ঘায়ে কার্যত নুনের ছিটে দিয়েছে।
যশস্বীর উপর রেগে আগুন ফ্যানেরা
সোশ্যাল মিডিয়ায় যশস্বী জয়সওয়ালের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওয় দেখা যাচ্ছে, বেন ডাকেটের ক্যাচ হাতছাড়া হওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মাঠের মধ্যে নাচ করছেন। যশস্বী যখন বেন ডাকেটের ক্যাচ মিস করেন, সেইসময় এই ইংরেজ ব্যাটার ৯৭ রান করেছিলেন। জীবনদান পাওয়ার পর তিনি শুধুমাত্র নিজের শতরানই পূরণ করেননি, ১৪৯ রানের একটি ম্য়াচজয়ী ইনিংসও উপহার দেন। এই দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্সের কারণে তাঁর হাতেই প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। যশস্বীর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ট্রোলিং শুরু হয়ে গিয়েছে।
গিলফায়েড নামের একজন এক্স ইউজার শুভমানের ছবি শেয়ার করে লিখেছেন - একদিকে দেশ হারছে, আর জয়সওয়াল নাচ করছে। এতটা নির্লজ্জ মানুষ আমি এর আগে দেখিনি।
Team is losing...Jaiswal is dancing💔🙂
— Gillfied⁷ (@Gill_Iss) June 24, 2025
- Show Me A More Shameless Guy Than Him...!! pic.twitter.com/lSL4gvh7ZM
দেবগুপ্তা নামে একজন ইউজার লিখেছেন, একটা সেঞ্চুরি হাঁকিয়েই যাবতীয় দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। দল হারল কী জিতল, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই।
Ek century maar di kaam hogya match hare ya jite kya hi pharak padta hai
— GOAT (@DevGupta1148676) June 24, 2025
অপর একজন ইউজার আবার লিথেছেন, এবার জয়সওয়ালের উচিত যথটা বেশি সম্ভব ক্যাচ অনুশীলন করা। এভাবেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেছে।
should of given him some catching practice
— wcfc (@2dxybck575) June 24, 2025
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও ব্যর্থ হন জয়সওয়াল
লিডস টেস্টের শুরুটা জয়সওয়াল বেশ ধামাকাদার মেজাজেই করেছিলেন। প্রথম ইনিংসে তিনি শতরান হাঁকিয়েছিলেন এবং ১০১ রান করে আউট হয়ে যান। কিন্তু, এরপর ফিল্ডিং করার সময় বেশ কয়েকটি সহজ ক্যাচ ফসকান তিনি। পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও যশস্বী ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি। মাত্র ৪ রান করেই আউট হয়ে যান। আগামী চারটে টেস্ট ম্য়াচে যশস্বী কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।