/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Jay-Shah-Team-India.jpg)
BCCI central contracts: সবটা বিসিসিআইয়ের হাতে নেই। (টুইটার)
BCCI Annual Contract List: বুধবার বোর্ডের তরফে আগামী সিজনের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে দেওয়া হল। আর সেই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হল না বোর্ডের সঙ্গে বিদ্রোহী দুই তারকা ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারের।
বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে বিষ্ফোরকভাবে স্বীকার করে নেওয়া হল, "এই পর্যায়ে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানের নাম কেন্দ্রীয় চুক্তিতে ভাবা হয়নি।"
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তরফে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির সেমিফাইনালে এমসিএ-বিকেসি গ্রাউন্ডে তামিলনাড়ুর বিপক্ষে শ্রেয়স আইয়ার মুম্বইয়ের হয়ে খেলতে রাজি হয়েছেন।
তার আগে শ্রেয়সের মিথ্যাচারিতা বেআব্রু হয়ে গিয়েছিল। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর শ্রেয়সকে বলা হয়েছিল মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে। তবে পিঠে ব্যথার অজুহাত দেখিয়ে বরোদার বিলক্ষে কোয়ার্টার ফাইনালে নামতে রাজি হননি। সেই সময় এনসিএ-এ মেডিক্যাল বিভাগের প্রধান নীতিন প্যাটেল রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছিল শ্রেয়সের নতুন কোনও ইনজুরি নেই।
শ্রেয়সের এই কাণ্ড ঘটেছিল বোর্ড সচিব জয় শাহের হুঁশিয়ারির আবহে। জয় শাহ সাফ জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ তারকাদের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতেই হবে। তা না হলে ফল ভোগ করতে হবে। এমন সতর্কবার্তার পরেও শ্রেয়সের এমন কীর্তি ভালো ভাবে নেয়নি বোর্ড।
আরও পড়ুন- দ্বিতীয় নয় তৃতীয় সারির দল নিয়েই খেলবে ভারত! পঞ্চম টেস্টের আগে বিরাট আপডেট রোহিতদের
একইভাবে ঈশান কিষান দক্ষিণ আফ্রিকা সফর থেকে মানসিক অবসাদের অজুহাতে নিজেকে সরিয়ে নেওয়ার পর বারংবার বলা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে খেলেননি ঝাড়খণ্ডের জার্সিতে। আইপিএল শুরুর আগে বরং হার্দিককে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল বরোদায়।
বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেড- এ প্লাস-এ রাখা হচ্ছে চার জনকে- বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা। এরপরে গ্রেড- A'তে রয়েছেন ৬ জন- রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া।
গ্রেড- বি'তে জায়গা হয়েছে ৫ জনের- সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়ালের। বোর্ডের গ্রেড- সিতে রয়েছেন- ১৫ জন-
রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড, শার্দূল ঠাকুর, শিভম দুবে, রবি বিশ্নোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খাঁজ রজত পাতিদার।
এছাড়াও বোর্ডের তরফে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে ক্রীড়াবিদরা নূন্যতম ৩ টেস্ট, ৮ ওয়ানডে এবং ১০ টি২০ খেলবেন তাঁদের নাম গ্রেড সি'তে অন্তর্ভুক্ত করা হবে। যেমন ধ্রুব জুরেল এবং সরফরাজ খান ইতিমধ্যেই ২ টেস্ট খেলে ফেলেছেন। ধর্মশালা টেস্টে জায়গা পেলেই দুজনের নাম সি ক্যাটাগরিতে যোগ হয়ে যাবে।
নির্বাচক কমিটির তরফে আকাশ দীপ সিং, বিজয়কুমার বৈশাখ, উমরান মালিক, ইয়াশ দয়াল, বিদ্বাথ কাভেরাপ্পার নাম সুপারিশ করা হয়েছিল। বোর্ডের তরফে সকল ক্রিকেটারকে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় দলের হয়ে না খেলার সময় সকলে যেন ঘরোয়া ক্রিকেটে বাধ্যতামূলকভাবে অংশ নেয়।
Additionally, athletes who meet the criteria of playing a minimum of 3 Tests or 8 ODIs or 10 T20Is within the specified period will automatically be included in Grade C on a pro-rata basis.
For more details, click the link below 👇👇https://t.co/IzRjzUUdel#TeamIndia— BCCI (@BCCI) February 28, 2024
বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা
গ্রেড- A+ (৪ জন)
বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা
গ্রেড- A (৬ জন)
রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া
গ্রেড- B (৫ জন)
সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল
গ্রেড- C (১৫ জন)
রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড, শার্দূল ঠাকুর, শিভম দুবে, রবি বিশ্নোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খাঁজ রজত পাতিদার