Advertisment

Bail Switching Trick: কুসংস্কার নয়, নিজের ওপর বিশ্বাস করি! স্টার্ককে মাঠেই তোপ যশস্বীর

Yashasvi Jaiswal - Mitchell Starc Controversy: আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন মিচেল স্টার্ক, যশস্বী জয়সওয়াল। স্টার্কের জবাবে পরিণত জবাব যশস্বী জয়সওয়ালের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mitchell Starc Yashsvi Jaiswal

Mitchell Starc Yashsvi Jaiswal: স্টার্ক এবং জয়সওয়াল (টুইটার)

India Vs Australia 4th Test at MCG: মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারত গোড়া থেকেই নড়বড়ে থাকলেও বেশ চেষ্টা করেছিলেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। যশস্বী ২০৮ বলে ৮টি চার-সহ ৮৪ রান করেন। আর ঋষভ ১০৪ বলে ২টি চার-সহ করেন ৩০ রান।

Advertisment

সেই সময় মাঠে উইকেটের বেল বদলাবদলি বিতর্ক তৈরি করল। এই বেল অদলবদলের কুসংস্কার আজকাল খুব চলছে। সেই কুসংস্কার মেনেই মিচেল স্টার্ককে দেখা গেল যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ের সময় তাঁর উইকেটের বেইল বদলাতে। যা নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এ জয়সওয়াল আর স্টার্কের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়।

বেল বদলাবদলির কুসংস্কারটা ২০২৩-এ অ্যাশেজ সিরিজের সময় স্টুয়ার্ট ব্রড ক্রিকেটে এনেছেন। তারপর থেকেই বিশ্বের বহু দলের মধ্যে এই কুসংস্কার ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে যে, ফিল্ডিং টিম বেইল বদলে দিচ্ছেন। আবার, বেইল বদলানোকে কুসংস্কার মানতে নারাজ এই সব ক্রিকেটাররা।

যুক্তি দেখিয়ে বলা হচ্ছে, ফিল্ডিং করা দল নাকি এতে মানসিক স্বস্তি পায়। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে বাকি ব্যাটাররা আয়ারাম-গয়ারাম হলেও যশস্বী আর ঋষভ ভালোই খেলছিলেন। ভালো পার্টনারশিপও গড়েন এই দুই ব্যাটার। যাতে একটা সময় মনে হচ্ছিল যে ভারত এই টেস্টটা জিতেও যেতে পারে।

Advertisment

সেই সময়ই ৩৩তম ওভারে বল করছিলেন মিচেল স্টার্ক। তাঁকে দেখা যায় নন স্ট্রাইকার এন্ডে বোলিংয়ের দৌড়ের জন্য ফিরে যাওয়ার সময় বেল অদলবদল করতে। যশস্বী সেই সময় সেখানে ছিলেন। তিনি পালটা গিয়ে বেলগুলো আগের মত করে দেন। আর, এনিয়েই শুরু হয়ে যায় বিতণ্ডা।

স্টার্ক নিজের দোষ না দেখে উলটে হাসিমুখে যশস্বীকেই প্রশ্ন করেন, 'কুসংস্কার! বন্ধু?' পালটা যশস্বী বলেন, 'আমি কুসংস্কারগ্রস্ত নই। আমার নিজের ওপর বিশ্বাস আছে। সেজন্যই এখানে আছি। আমি আমার জীবনের এই মুহূর্তে উপভোগ করছি।' গোটা ঘটনাটা ভিডিওতে ধরা পড়ে।

স্ট্যাম্প মাইক্রোফোনেও দু'জনের কথাবার্তা শোনা যায়। এর ঠিক দুই ওভার পরে ঋষভ পন্থের বেলাতেও একই কাজ করেন স্টার্ক। পন্থ অবশ্য ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে ব্যাটিং চালিয়ে যান। দু'জনের পার্টনারশিপ অর্ধশতক পূর্ণ করে। এই ধরনের বড় পার্টনারশিপ সোমবার বাকি ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রে দেখা যায়নি।

Cricket Australia Australia Team India Team-India Yashasvi Jaiswal Indian Cricket Team Australia Cricket Team
Advertisment