Advertisment

Yashasvi Jaiswal omission: কোহলি-রোহিত খেলা চালিয়ে গেলে কেরিয়ারে তালা পড়ত এই তারকার! ইঙ্গিতে ভয়ঙ্কর বিষ্ফোরণ নেহরার

Ashish Nehra on Yashasvi Jaiswal omission: কোহলি-রোহিতের বিরুদ্ধে প্রকারান্তরে জায়গা আটকে রাখার ভয়ানক অভিযোগ নেহরার

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Rohit Sharma, Ashish Nehra, বিরাট কোহলি, রোহিত শর্মা, আশিস নেহরা,

Virat Kohli-Rohit Sharma-Ashish Nehra: নেহরা ঘুরিয়ে কার্যত বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কটাক্ষ করেছেন। (ছবি- টুইটার)

Ashish Nehra on Yashasvi Jaiswal career: কার্যত ঘুরিয়ে ইন্ডিয়া টিমের দুই সুপারস্টার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কটাক্ষ করলেন প্রাক্তন ভারতীয় জাতীয় ক্রিকেটার আশিস নেহরা। তিনি টিভিতে লাইভ শো চলাকালীন অভিযোগ করেছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্যই যশস্বী জয়সওয়াল ভারতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন।

Advertisment

ভারতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একাধিক দ্বিশতরান করে আবিভার্বেই ৭০০ রান তুলে ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দেওয়া যশস্বী জয়সওয়াল আইপিএলে বিশেষ কিছু করতে পারেননি। ভারতের টি২০ বিশ্বকাপ অভিযানের সময় তাঁকে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে। কিন্তু, বিশ্বকাপের পরই রোহিত শর্মা ও বিরাট কোহলি টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এর ফলে, যশস্বী জয়সওয়াল কার্যত টি২০ কেরিয়ারে নতুন জীবন পেয়েছেন। শুভমান গিলের সঙ্গে সংক্ষিপ্ততম ফরম্যাটে তিনি এখন ভারতের ওপেনার হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। শুধু তাই নয়, ২০২৬ টি২০ বিশ্বকাপে ভারতের সবচেয়ে সম্ভাবনাময় তারকাদেরও অন্যতম এখন যশস্বী।

টি২০ ফরম্যাটে দেশের হয়ে জয়সওয়াল প্রথমে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। হারারে সফরে সিরিজের ৪র্থ টি২০ ম্যাচে তিনি অপরাজিত ৯৩ রান করেন। শ্রীলঙ্কায় চলতি টি২০ সিরিজেও তাঁর সেই দুর্দান্ত ফর্ম দেখা যাচ্ছে। পাল্লেকেলেতে তাঁর অনবদ্য ৪০ রান রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সমর্থকদের চোখে। তরুণ বাঁ-হাতি ব্যাটারের ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছক্কা। তাঁর সঙ্গী শুভমান গিলও ১৬ বলে ৩৪ রান করেছেন। যা টি২০ ফরম্যাটে এই জুটির দৃঢ় ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে।

তবে আশিস নেহরার কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে বলতে হবে যে কোহলি ও রোহিত শর্মা অবসর না নিলে জয়সওয়ালের পুরো স্ট্রোকপ্লে ভারতের নেট প্র্যাকটিসেই সীমাবদ্ধ থাকত। ভারতের প্রাক্তন বাঁ-হাতি পেসার নেহরা জানিয়েছেন, বিরাট-রোহিত অবসর না নিলে জয়সওয়ালকে সুযোগ পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হত।

আরও পড়ুন- অলিম্পিকে ইতিহাস গড়ে এল প্যারিসে ভারতের প্ৰথম পদক! দেশকে গর্বিত করলেন মানু

এই ব্যাপারে ম্যাচের পরে এক সাক্ষাত্কারে নেহরা জয়সওয়ালকে বলেছেন, 'অজয় জাদেজা আপনাকে জিজ্ঞাসা করেছিল যে বিরাট কোহলি ও রোহিত শর্মা যখন সেখানে ছিলেন (টি২০-তে ওপেন করতেন) তখনকার সঙ্গে আপনার সময়ের পার্থক্যটা কী? আমার মতে, শুধুমাত্র একটাই পার্থক্য। বিরাট এবং রোহিত যদি এখনও টি২০ ফরম্যাটে খেলতেন, তাহলে আমরা আপনার কাছ থেকে যে স্ট্রোকগুলো দেখছি, আজও সেগুলো আপনি নেটে অনুশীলন করতেন। এখন আপনি সেই শটগুলো খেলতে পাচ্ছেন কারণ তাঁরা (বিরাট এবং রোহিত) ওখান নেই (অবসর নিয়েছে)।'

জয়সওয়ালের পথে কি বাধা ছিলেন কোহলি-রোহিত?

নেহরার মন্তব্য জয়সওয়ালকে এক সেকেন্ডের জন্য বিব্রত করেছে। সেটা তাঁর মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল। প্রাথমিকভাবে টি২০ বিশ্বকাপে জয়সওয়াল রোহিতের ওপেনিং পার্টনার হবেন বলে কথা ছিল। কিন্তু, আইপিএল ২০২৪-এ কোহলি দুর্দান্ত খেলেছিলেন। তাঁর সর্বকালের দ্বিতীয় সেরা মরশুম কাটিয়ে ৭৪১ রান করেছিলেন। জিতেছেন অরেঞ্জ ক্যাপ। আর, সেই জন্যই টিম ম্যানেজমেন্ট টি২০ বিশ্বকাপে ওপেনিং পজিশনে রোহিত-কোহলি কম্বিনেশনই রেখে দিয়েছিল।

যদিও আশ্চর্যজনকভাবে টি২০ বিশ্বকাপে কোহলি মোটেও সাফল্য পাননি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সাত ম্যাচে ৩৭ রানের সঙ্গে মোট ৭৫ রান করেছেন। যদিও টি২০ বিশ্বকাপ ফাইনালে তিনি দুর্দান্ত খেলেছেন। ম্যাচ জেতানো ৭৬ রান করেছেন ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার জেরেই ৭ রানে প্রোটিয়াদের হারিয়ে ভারত টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ভারত যখন ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে, সেই সময় অনেকেই ভেবেছিলেন গতবছরের একদিনের বিশ্বকাপের মতই অপরাজিত থেকে ফাইনালে উঠে, ফাইনাল ম্যাচে হেরে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু, কোহলি সেই সময় দলের ব্যাটিংয়ের রাশ ধরে নেন। যা তাঁকে ম্যাচের সেরা খেলোয়াড়ের সম্মান এনে দেয়। এই ম্যাচ জয়ের পরই কোহলি টি২০ বিশ্বকাপ থেকে অবসরের কথা ঘোষণা করেন।

বর্তমানে দ্রাবিড়ের পদত্যাগের পরে ভারতের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। রোহিতের অবসরের পর টি২০ ভারতীয় দলের নতুন অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। যা ভারতকে নতুনভাবে এগিয়ে যাওয়ার আশা জোগাচ্ছে। আর, সেই দলেই যশস্বী জয়সওয়াল ক্রমশ হয়ে উঠছেন এক স্তম্ভ।

Srilanka Yashasvi Jaiswal Virat Kohli Rohit Sharma Indian Cricket Team
Advertisment