Yashasvi Jaiswal’s Horrible Run Out: ক্রিজে টিকে গিয়েছিলেন। অজি বোলারদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন। তবে শতরান থেকে মাত্র ১৮ রান দূরে থেমে গেল যশস্বীর দুর্ধর্ষ ইনিংস। মেলবোর্ন কাঁপিয়ে দেওয়া যশস্বী থেমে গেলেন বিরাট কোহলির ভুল জাজমেন্টে।
ভারতীয় ইনিংসের ৪১তম ওভারের ঘটনা। স্কট বোল্যান্ডের সেই ওভারের শেষ বলে ফুল লেন্থের ডেলিভারি মিড অনে ঠেলেই রানের জন্য কল করেছিলেন। কোহলি সাড়া দেননি। যশস্বী রান পূর্ণ করে আবিষ্কার করেন, একই প্রান্তে দুজন। কামিন্স বল সংগ্রহ করে সোজা স্ট্রাইকিং এন্ডের দিকে বল পাঠিয়ে দেন। ডিরেক্ট হিট মিস করলেও কিপার এলেক্স ক্যারি বল সংগ্রহ করে স্ট্যাম্প ভেঙে দেন।
বিরাট কোহলি যশস্বীকে বোঝানোর চেষ্টা করে মিড অনে ফিল্ডার ছিল। যশস্বী বেশ ক্রুদ্ধ হয়ে নিজের বুকের দিকে আঙুল ইঙ্গিত করে জানান, এটা তাঁর কল ছিল। দিনের খেলা খতম হতে সেই সময় বাকি ছিল মাত্র ২০ মিনিট।
৫১/২-এর মত বিপদ সঙ্কুল অবস্থা থেকে কোহলি-যশস্বীর পার্টনারশিপ ভারতকে বিনা বাধায় টানছিল একশো রান যোগ করে। প্যাট কামিন্স, স্টার্ক, বোল্যান্ডদের আক্রমণ সামাল দেওয়ার পর মিচেল মার্শ, নাথান লিয়নদেরও খেলে দিচ্ছিলেন সহজে। এমন নিখুঁত ইনিংস খেলার পরেও শতরানের আগে ফিরতে হওয়ায় হতাশায় ভেঙে পড়েন যশস্বী।
সঞ্জয় মঞ্জরেকর পুরো ঘটনায় দায় ঠেলেছেন কোহলির দিকে। কমেন্ট্রি করার সময় বলে দিয়েছেন, যশস্বীর কল ছিল। তারপরেও বলের দিকে নজর দিতে গিয়ে থেমে যান কোহলি। তিনি রান নিলে অনায়াসে অন্যপ্রান্তে পৌঁছে যেতে পারতেন। রানিং বিটুইন দ্য উইকেটস-এর অন্যতম মূল বিষয়ই হল, কল রিসিভ করার পর বলের দিকে নজর না দেওয়া। সেটাই করেছেন কোহলি।
যশস্বী আউট হয়ে যাওয়ার পর বেশিক্ষণ টেকেননি কোহলিও। স্কট বোল্যান্ডের বলেই অফস্ট্যাম্পে খোঁচা দিয়ে সেই প্যাভিলিয়নের রাস্তা ধরেছেন তিনি।