Advertisment

ফিরে দেখা ২০২৪, ক্রিকেট বিতর্ক: বাইশ গজে দাবানল পরপর এই ঘটনায়, ছিন্নভিন্ন হয়েছে আলোচনায়

বছর জুড়ে ক্রিকেট দুনিয়ায় ব্যাপক জলঘোলা হয়েছে যে ঘটনায়

author-image
IE Bangla Sports Desk
New Update
year ender cricket controversies 2023

ক্রিকেট দুনিয়ায় ঢেউ তুলেছে একাধিক ঘটনা (গ্রাফিক্স: প্রত্যূষ রায়)

২০২৩ সাল একটি ঘটনাবহুল বছর। যা স্মরণীয় নানা ঘটনা তৈরি করে ক্রিকেট দুনিয়ায় দাগ কেটেছে। একদিকে যখন ক্রীড়া ব্যক্তিত্বরা বহু রেকর্ডের জন্ম দিয়েছেন, সেই সময় এমন বহু বিতর্কের জন্ম হয়েছে, যা গোটা ২২ গজের দুনিয়াকেই নাড়িয়ে দিয়েছে।

Advertisment

বিশ্বকাপের ম্যাচ না-পেয়ে ক্ষোভ

দীর্ঘ বছর পর, ভারতেই ক্রিকেট বিশ্বকাপ। বিভিন্ন শহরের প্রত্যাশা ছিল, সেখানে ম্যাচ হবে। দীর্ঘদিন ধরে যে শহরগুলো ক্রিকেট দুনিয়ার কাছে পরিচিত, তাদের প্রত্যাশা ছিল বেশি। কিন্তু, বাদ পড়ল ইন্দোর, মোহালি, রাজকোট, নাগপুরের মত বড় শহর। এরমধ্যে মোহালির দাবি ছিল বেশি। ২০১১ বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছিল মোহালিতে। কিন্তু, সেসব বাদ দিয়ে এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে।

publive-image

'ওয়াইড বল'

বিরাট কোহলিকে সেঞ্চুরি করা থেকে আটকাতে নাসুম আহমেদ ওয়াইড বল করেছিলেন বলে অভিযোগ। আম্পায়ার রিচার্ড কেটলবরো বলটিকে ওয়াইড মানেননি। তাঁর সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

publive-image

পিচ বদল

আইসিসি বিশ্বকাপে সেমিফাইনালের ঠিক আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ মুহূর্তে পিচ পরিবর্তন হয়। ভারতীয় স্পিনারদের সুবিধার্থে কারসাজি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

publive-image

কোহলি বনাম নবীন

বিরাট কোহলি লখনউ সুপার জায়ান্ট (এলএসজি) পেসার নবীন-উল-হক এবং পরামর্শদাতা গৌতম গম্ভীরের সঙ্গে মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। যা, সমালোচনার ঝড় তোলে।

publive-image

গম্ভীর বনাম শ্রীসন্থ

ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর এবং প্রাক্তন ভারতীয় পেসার এস শ্রীসান্থ জড়িয়ে পড়েন বাকযুদ্ধে। ঘটনাটি ঘটে ২০২৩ লিগ ক্রিকেটের একটি ম্যাচে। শ্রীসান্থকে গম্ভীর 'ফিক্সার' বলে কটাক্ষ করেন। পালটা, ইনস্টাগ্রাম পোস্ট করেন শ্রীসান্থ। জবাবে গম্ভীরও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যার প্রেক্ষিতে শ্রীসান্থ পালটা পোস্টে গম্ভীরকে, 'উদ্ধত এবং নিম্ন সংস্কৃতির মানুষ' বলে সমালোচনা করেন।

ধোনির যুক্তি

মাথিশা পাথিরানার বোলিং যোগ্যতা নিয়ে আম্পায়ারদের সঙ্গে এমএস ধোনির মাঠেই তর্ক হয়। ধোনি অন্য বোলারের বদলে পাথিরানাকে দিয়েই বল করানোর ব্যাপারে অনড় থাকেন। যা নিয়ে ব্যাপক জলঘোলা হয়।

শেফালি ভার্মার ডিসমিস

ওমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ফাইনালে দিল্লি ক্যাপিটালসের শেফালি ভার্মাকে বরখাস্তের ঘটনা বিতর্কের সৃষ্টি করে। তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি ডেলিভারি করেন। যা নিয়ে পর্যালোচনা করেন আম্পায়ার। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্তে পৌঁছন যে বলটি কোমরের উচ্চতার ওপরে ওঠেনি। তাই এটি 'নো বল' না।

হরমনপ্রীত কউরের ক্ষোভপ্রকাশ

ভারতের জাতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ভারত-বাংলাদেশ ম্যাচে মেজাজ হারিয়ে দুই ম্যাচ সাসপেন্ড হলেন। ২০২২ সালের ২৪ জুলাই, ঢাকায় একদিনের ম্যাচে ৩৪ বছর বয়সি ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত, আম্পায়ার তনভির আহমেদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ জানাতে ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। ম্যাচ শেষে আম্পায়ারের সিদ্ধান্তকে 'দুর্ভাগ্যজনক' বলেও সমালোচনা করেন তিনি। শেষ পর্যন্ত হরমনপ্রীত আইসিসি আচরণবিধি ২.৮ ভঙ্গ করার অভিযোগ দোষী সাব্যস্ত হন। দুটি ম্যাচে সাসপেন্ড করার পাশাপাশি হরমনপ্রীতের ২৫% ম্যাচ ফি-ও কেটে নেয় আইসিসি।

publive-image

বিরাট কোহলির 'সেলফিস' সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দলের জয়ের চেয়ে বিরাট নিজের সেঞ্চুরির দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন বলে অভিযোগ। যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এখানেই তিনি একদিনের ক্রিকেটে তাঁর ৪৯তম সেঞ্চুরি করেন। সেঞ্চুরি করতে তিনি যে রাস্তা নিয়েছিলেন, সেই পদ্ধতি ঘিরে বিতর্ক তৈরি হয়।

আরও পড়ুন- ভারত-বিরোধী দেশের কোম্পানি স্বাগত নয়! চিনাদের বাড়বাড়ন্ত রুখতে টিম ইন্ডিয়ায় ব্যাপক কড়া বিসিসিআই

মহম্মদ রিজওয়ানকে ভারতীয় ভক্তদের হেনস্তা

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের একাংশ পাকিস্তানি খেলোয়াড় মহম্মদ রিজওয়ানকে হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনাটি রাজনৈতিক মোড় নেয়। সমর্থকদের আচরণ সমালোচনার মুখে পড়ে।

publive-image

শামির উদযাপন

মহম্মদ শামি শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট পেয়ে সাফল্য নমাজ পাঠের কায়দায় মাঠেই উদযাপন করেন। তার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হন। অভিযোগ ওঠে, শামি মাঠেই ধর্মাচরণ শুরু করে দিয়েছেন। শামি পালটা দাবি করেন যে, এভাবে তিনি ম্যাচে তাঁর কঠোর পরিশ্রম এবং সাফল্য উদযাপন করেছেন। পরে একধাপ এগিয়ে শামি বলেন, 'আমি নমাজ পড়তে চাইলে, কে আর আটকাবে?'

publive-image

অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিতর্কিত 'টাইম আউট'

শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস প্রথম ব্যাটার হিসেবে 'টাইম আউট'-এর কারণে বিতর্কিত আউট হয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন। ঘটনাটি ঘটে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময়। যা নিয়ে শ্রীলঙ্কা-বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ম্যাচের ২৪.২ ওভারে আউট হন শ্রীলঙ্কার ক্রিকেটার সাদিরা সমরবিক্রমা। ম্যাথিউস যে হেলমেট পরে মাঠে নেমেছিলেন, তার ফিতে বাঁধতে গিয়ে খুলে যায়। তাঁর সতীর্থ তাঁকে আর একটি হেলমেট এনে দেন। কিন্তু, ততক্ষণে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে অভিযোগ করেন, ম্যাথিউস নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাট করতে নামেননি। তাই আম্পায়ার ম্যাথিউসকে টাইমড আউট দেন। কারণ, এমসিসি আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট বা রিটায়ার্ড হার্ট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে তিন মিনিটের মধ্যে বলের মুখোমুখি হতে হবে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে তা কমিয়ে দুই মিনিট করা হয়েছিল। অভিযোগ, সেই সময়সীমা পেরিয়ে গিয়েছিলেন ম্যাথিউস।

আরও পড়ুন- বাংলার তারকা নন, দক্ষিণ আফ্রিকায় ভারতের গোপন অস্ত্র এই ‘লম্বু’! রোহিতদের কৌশল কি এটাই

রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার স্থলাভিষিক্ত হন। তিনি গুজরাট টাইটানস থেকে ফিরে মুম্বইয়ের অধিনায়ক হলেন। এই বদল, মুম্বইয়ের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। যা, অনুরাগীদের ক্ষুব্ধ করেছে। রোহিতের নেতৃত্ব পাঁচটি আইপিএল জিতেছে মুম্বই। তাঁকে সরানোয় মুম্বইয়ের বহু সমর্থক দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আনফলো করে দিয়েছেন।

IPL Indian Team Shakib Al-Hasan Cricket News Virat Kohli BCCI Gautam Gambhir Cricket World Cup
Advertisment