Advertisment

Yograj Singh: হিন্দি মেয়েদের মত মিনমিনে ভাষা, পাঞ্জাবিরাই মর্দ! আগুন জ্বালিয়ে নয়া মন্তব্য যুবরাজের বাবার

Yograj Singh sexist remark: এই ঘটনা ভাষা এবং লিঙ্গবৈষম্যের প্রতি সমাজে বিদ্যমান চিন্তাধারার উপর আলো ফেলার পাশাপাশি দায়িত্বশীল আচরণের গুরুত্বও তুলে ধরেছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Yuvraj Singh father Yograj

Yuvraj Singh father Yograj: যুবরাজের পিতা যোগরাজ সিং (টুইটার)

Yograj Singh sexist remark: যোগরাজ সিং-এর হিন্দি ভাষা নিয়ে অবমাননাকর মন্তব্যে এবার ঝড় তুলে দিল সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের ঝড় দানা বাঁধল এরপরেই। ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর বাবা ও প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিংয়ের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এল।

Advertisment

হিন্দি ভাষার প্রতি অবমাননাকর মন্তব্য তো করলেনক। সেই সঙ্গে নারীদের বিরুদ্ধেও যৌনবাদী মন্তব্য করেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। যোগরাজ সিং একটি ইন্টারভিউতে হিন্দি ভাষার উচ্চারণ এবং ধ্বনি নিয়ে বিদ্রূপ করে বলেন, "হিন্দি এমন শোনায়, যেন কোনো মহিলা কথা বলছে।"

যোগরাজ মনে করেন যে হিন্দি ভাষা নারীদের কণ্ঠস্বরের মতো মধুর। তিনি মনে করেন যে নারী যখন হিন্দি বলেন তখন তা আরও সুন্দর শোনা যায়। পুরুষদের কণ্ঠে হিন্দি ভাষা তাকে কিছুটা অদ্ভুত মনে হয়। যোগরাজ বলেন, 'আমার কাছে হিন্দি ভাষা এমন মনে হয় যেন কোন নারীর কণ্ঠ। নারীদের কণ্ঠে হিন্দি শুনলে আমার খুব ভালো লাগে, কিন্তু পুরুষদের কণ্ঠে হিন্দি শুনলে আমার মনে হয়, 'এই লোকটি কী বলছে?' আমি এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারি।'

Advertisment

তার এই মন্তব্য শুধু হিন্দি ভাষার প্রতি অসম্মান প্রদর্শন করেনি, বরং নারীদের নিয়ে অযাচিত এবং অবমাননাকর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহল থেকে তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। অনেকে তার মন্তব্যকে লিঙ্গবৈষম্যমূলক ও ভাষাগত বিদ্বেষপূর্ণ বলে অভিহিত করেছেন।

সমালোচকরা বলছেন, একজন প্রাক্তন ক্রিকেটার এবং সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তার এই ধরনের মন্তব্য একেবারেই অনভিপ্রেত। হিন্দি ভাষা ভারতের অন্যতম প্রধান ভাষা এবং লাখো মানুষের মাতৃভাষা। এই ভাষাকে ছোট করার চেষ্টা শুধু ভাষার প্রতি অপমান নয়, বরং এর সঙ্গে যুক্ত জনগোষ্ঠীর সংস্কৃতি ও গর্বের ওপর আঘাত। যোগরাজ সিং-এর এই মন্তব্যের জন্য অনেকে তার ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছেন।

Yuvraj Singh Cricket News
Advertisment