/indian-express-bangla/media/media_files/2025/01/13/Kb6bxURxy5UIMnz8UuiP.jpg)
Yuvraj Singh father Yograj: যুবরাজের পিতা যোগরাজ সিং (টুইটার)
Yograj Singh sexist remark: যোগরাজ সিং-এর হিন্দি ভাষা নিয়ে অবমাননাকর মন্তব্যে এবার ঝড় তুলে দিল সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের ঝড় দানা বাঁধল এরপরেই। ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর বাবা ও প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিংয়ের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এল।
হিন্দি ভাষার প্রতি অবমাননাকর মন্তব্য তো করলেনক। সেই সঙ্গে নারীদের বিরুদ্ধেও যৌনবাদী মন্তব্য করেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। যোগরাজ সিং একটি ইন্টারভিউতে হিন্দি ভাষার উচ্চারণ এবং ধ্বনি নিয়ে বিদ্রূপ করে বলেন, "হিন্দি এমন শোনায়, যেন কোনো মহিলা কথা বলছে।"
যোগরাজ মনে করেন যে হিন্দি ভাষা নারীদের কণ্ঠস্বরের মতো মধুর। তিনি মনে করেন যে নারী যখন হিন্দি বলেন তখন তা আরও সুন্দর শোনা যায়। পুরুষদের কণ্ঠে হিন্দি ভাষা তাকে কিছুটা অদ্ভুত মনে হয়। যোগরাজ বলেন, 'আমার কাছে হিন্দি ভাষা এমন মনে হয় যেন কোন নারীর কণ্ঠ। নারীদের কণ্ঠে হিন্দি শুনলে আমার খুব ভালো লাগে, কিন্তু পুরুষদের কণ্ঠে হিন্দি শুনলে আমার মনে হয়, 'এই লোকটি কী বলছে?' আমি এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারি।'
Hindi lovers, who got offended by Ashwin statement, pls stay away from this video of Yograj Singh
— Veena Jain (@DrJain21) January 12, 2025
You might get He@rt att@ck 💔💀 #YograjSingh
pic.twitter.com/oLjZWpvy2T
তার এই মন্তব্য শুধু হিন্দি ভাষার প্রতি অসম্মান প্রদর্শন করেনি, বরং নারীদের নিয়ে অযাচিত এবং অবমাননাকর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহল থেকে তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। অনেকে তার মন্তব্যকে লিঙ্গবৈষম্যমূলক ও ভাষাগত বিদ্বেষপূর্ণ বলে অভিহিত করেছেন।
No wonder Yograj divorced very early in his life. His disgust for a woman is reflected in this clip.
— Neeraj Singh Dogra 🇮🇳 (@dogra_ns) January 12, 2025
Yuvraj is Lucky his mother is not living with this stupid Man otherwise he would have seen his mother getting abused in front of his eyes.
pic.twitter.com/UT58u0wBZO
I guess Yograj Singh has met only weak & mean women in her life therefore he spoke that from his experiences 😭
— lokesh (@Lok__Esh) January 12, 2025
Same guy says,hindi sounds weak by giving whole interview in hindi 🤡
Big boy should Count himself in zelenskyy category as well💀#yograjsingh
pic.twitter.com/MosPSSi85P
সমালোচকরা বলছেন, একজন প্রাক্তন ক্রিকেটার এবং সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তার এই ধরনের মন্তব্য একেবারেই অনভিপ্রেত। হিন্দি ভাষা ভারতের অন্যতম প্রধান ভাষা এবং লাখো মানুষের মাতৃভাষা। এই ভাষাকে ছোট করার চেষ্টা শুধু ভাষার প্রতি অপমান নয়, বরং এর সঙ্গে যুক্ত জনগোষ্ঠীর সংস্কৃতি ও গর্বের ওপর আঘাত। যোগরাজ সিং-এর এই মন্তব্যের জন্য অনেকে তার ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছেন।