Rohit-Virat Retirement: 'স্বার্থপর না হয়ে দেশের কথা ভাবো'! রোহিতকে জোর ধমক 'শ্বশুরের', কী বললেন তিনি?

Rohit Sharma Virat Kohli Test retirement: যোগরাজ সিংয়ের মতে, এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে তাঁদের সিদ্ধান্ত থেকে সরে এসে ফিরে আসা উচিত, যাতে ভারতীয় রেড-বল ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষা পায়।

Rohit Sharma Virat Kohli Test retirement: যোগরাজ সিংয়ের মতে, এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে তাঁদের সিদ্ধান্ত থেকে সরে এসে ফিরে আসা উচিত, যাতে ভারতীয় রেড-বল ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষা পায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit-Virat Retirement: রোহিত-বিরাটের অবসরে পোয়াবারো ইংল্যান্ডের এমনটাই মনে করছেন প্রাক্তন ব্রিটিশ অলরাউন্ডার

Rohit-Virat Retirement: এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল দুর্বল হয়ে পড়বে।

Yograj Singh statement on Indian cricket: টিম ইন্ডিয়ার সামনে আগামী মাসে ইংল্যান্ডের কঠিন সফর। এই সফরের ঠিক আগে টেস্ট অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ যোগরাজ সিং। তাঁর মতে, এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে তাঁদের সিদ্ধান্ত থেকে সরে এসে ফিরে আসা উচিত, যাতে ভারতীয় রেড-বল ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষা পায়।

Advertisment

উল্লেখ্য, রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ, যোগরাজ সিংয়ের ছেলে এবং প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের পাতানো বোন। সেই হিসেবে যোগরাজ সিং রোহিতের শ্বশুর হন।

যোগরাজ মনে করেন, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল দুর্বল হয়ে পড়বে। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দলকে সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড় ছাড়াই নামতে হবে। তাঁর মতে, বিশেষ করে বিরাট কোহলির এখনও বহু বছর ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে, এবং তাঁর উচিত নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

যোগরাজ সিং আইএএনএস-কে বলেন, “রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ভারতীয় টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য অবসর থেকে ফিরে আসতে হবে। এখন নিজেদের কথা ভাবার সময় নয়। এই সময় দেশের, ভক্তদের এবং ক্রিকেটের প্রতি মানুষের আবেগের কথা ভাবার সময়। বিরাট এখনও অন্তত দশ বছর ক্রিকেট খেলতে পারেন। আর রোহিত যদি আমার কাছে আসে, আমি নিশ্চিত করব যে সে আবার নিজের সেরা ফিটনেসে ফিরে আসবে।”

Advertisment

আরও পড়ুন রোহিত-বিরাটের অবসরে ইংল্যান্ডের পৌষমাস! খুশিতে লাফাচ্ছেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার

তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর উচিত কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে থাকা এবং তাঁদের সুরক্ষা দেওয়া। যোগরাজ বলেন, “২০১১ সালে যুবরাজ সিং, হরভজন সিং এবং বীরেন্দ্র সেহওয়াগের মতো খেলোয়াড়দের কোনও কারণ ছাড়াই দল থেকে বাদ দেওয়া হয়েছিল। যখন যুবরাজ অবসর নেন, আমি তাঁকে বকেছিলাম। বলেছিলাম, চাপে মাথা নত কোরো না। সে তখনও ফিট ছিল, এখনও ফিট। ক্রিকেটারদের উচিত লড়াই করে দলে জায়গা ধরে রাখা, বাইরের চাপে মাথা নত না করা।”

তিনি বলেন, “BCCI-র উচিত বাবা-মায়ের মতো আচরণ করা। খেলোয়াড়দের রক্ষা ও সমর্থন করা, অহংকার বা রাজনীতিকে নয়।” যোগরাজ আরও জানান, তিনি যুবরাজকে অনুরোধ করেছেন যেন সে বিরাট কোহলিকে ফোন করে এবং বোঝায় যে, “সে যেন সেই একই ভুল না করে যা যুবরাজ নিজে অবসর নিয়ে করেছিলেন।”

যোগরাজ বলেন, “আমি যুবিকে বলেছি, সে যেন বিরাটকে ফোন করে এবং বলে – ‘তুই যেন সেই ভুল না করিস যা আমি করেছিলাম।’ আমি নিশ্চিত রোহিত ও বিরাট কয়েক বছর পর ফিরে তাকাবে এবং আফসোস করবে। কারণ হতাশা একদিন না একদিন আসবেই। কিন্তু তখন সেটা আর কোনও কাজে আসবে না।”

Rohit Sharma Virat Kohli