অনুর্দ্ধ-১৯ দলের প্রাক্তন অধিনায়ক অভি বারট আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। মাত্র ২৯ বছর বয়সে। আইপিএল ফাইনাল খেলা দেখার সময়েই হৃদরোগে লুটিয়ে পড়েন তিনি। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা মর্মান্তিক এমনই সংবাদ দিল শনিবার।
শুক্রবার মাত্র ২৯ বছরে প্রয়াত তারকা সৌরাষ্ট্রের পাশাপাশি খেলেছেন গুজরাট এবং হরিয়ানার হয়েও। ২০১৯-২০ মরশুমে বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া সৌরাষ্ট্র দলের অংশ ছিলেন।
আরও পড়ুন: সৌরভ-শাহের মাস্টারস্ট্রোকে ভারতের কোচ দ্রাবিড়! IPL ফাইনালের দিনেই চূড়ান্ত বোলিং কোচও
শনিবার সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "সৌরাষ্ট্রের অন্যতম সেরা তারকা অভি বারটের অকাল প্রয়াণে সকলে শোকবিধ্বস্ত। ১৫ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে অভির।"
সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে টুইটারে লেখা হয়, "দারুণ একজন তারকা অভি বারটকে হারিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমন খবর ভীষণই হৃদয়বিদারক। ঈশ্বরের কাছে ওঁর আত্মা শান্তিতে থাকুক। অভি, তোমাকে আমরা মিস করব।"
ডান হাতি ব্যাটসম্যান ছিলেন অভি বারট। সেই সঙ্গে অফব্রেক বোলিংও করতে পারেন। ৩৮টি প্ৰথম শ্রেণির ম্যাচ খেলার পাশাপাশি ৩৮টি লিস্ট-এ ম্যাচ ২০টি ঘরোয়া টি২০ ম্যাচে খেলেছেন। সৌরাষ্ট্রের এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রথম শ্রেণির ম্যাচে ১৫৪৭ রান করেছেন। লিস্ট-এ এবং টি২০ ম্যাচে বারটের রানসংখ্যা যথাক্রমে ১০৩০ এবং ৭১৭।
সৌরাষ্ট্রের হয়ে তিন ফরম্যাটে বারট খেলেছেন যথাক্রমে ২১টি রঞ্জি ট্রফি ম্যাচ, ১৭টি লিস্ট-এ এবং ১১টি ঘরোয়া টি২০ ম্যাচে। ২০১১ সালে বারট ভারতীয় যুব দলের অধিনায়কও ছিলেন। কিছুদিন আগেই বারট নজরে উঠে এসেছিলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে ৫৩ বলে ১২২ রানের ইনিংস খেলে।
সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব জয়দেব শাহ বারটের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বলেছনে, "অভির মৃত্যু চরম শকিং। দুরন্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও দারুণ ছিল ও। সম্প্রতি সমস্ত ঘরোয়া ক্রিয়েট ম্যাচে দুরন্ত খেলে চলছিল ও। মানুষ হিসাবে ও ভীষণ ভাল ছিল। সৌরাষ্ট্র ক্রিকেট ওঁর মৃত্যুতে চরম শোকগ্রস্ত।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন