দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার পল অ্যাডামস আজীবন স্মরণীয় হয়ে থাকবেন তাঁর বিচিত্র বোলিং অ্যাকশনের জন্য। অ্যাডামসের পর আন্তর্জাতিক আঙিনায় আর কোনও বোলারের ওরকম অ্যাকশন দেখা যায়নি। বছর দুয়েক আগে আইপিএল দেখেছিল গুজরাট লায়ন্সের শিভিল কৌশিককে। পল অ্যাডামসের “ফ্রগ-ইন-আ-ব্লেন্ডার” অ্যাকশনের ঝলক দেখা গিয়েছিল তাঁর মধ্য়ে। কিন্ত অ্যাডামসের বিকল্প সেঅর্থে কাউকেই পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভিডিও দেখুন: পাঁচ বছরের পাকিস্তানি ফ্যান বল করছে বুমরার মতো
এবার এক বছর তেরোর ক্রিকেটারের খোঁজ দিল হংকং ক্রিকেট। সেখানে অনূর্ধ্ব-১৩ লিগের এক ক্রিকেটারের দেখা মিলল যার অ্যাকশন অ্যাডামসের মতো। প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার সেই ভিডিও দেখে খুশি হয়ে টুইটও করেছেন। লিখেছেন, “ছেলেটা স্পিনও করতে পারে।” অ্যাডামসের বল করার সময় ডেলিভারিটা আকাশের দিকে থাকত। সারা পৃথীবিতে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। যদিও চোটের জন্য তাঁর কেরিয়ার শেষ হয় যায়। ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ও ৯৬-তে ওয়ান-ডে অভিষেক হয়েছিল তাঁর। ১৩৪টি টেস্ট উইকেট ও ২৯টি ওয়ান-ডে উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
কিছুদিন আগে এক পাকিস্তানি খুদের খোঁজ মিলেছিল টুইটারে। যিনি টিম ইন্ডিয়ার পেসার যসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন অনুকরণ করে। মাত্র পাঁচ বছর বয়সেই সে তাক লাগিয়ে দিয়েছিল। বিশ্বের এক নম্বর বোলার বুমরা সেই ভিডিও দেখে লিখেছিলেন,“ আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার ক্রিকেটিং হিরোদের অ্যাকশন নকল করতাম। এটা দেখে ভাল লাগছে যে, বাচ্চারা এখন আমার অ্যাকশন নকল করছে।”
ক্রিকেটের ইতিহাসে বরাবরই ব্যাতিক্রমী অ্যাকশন আলাদা নজর কেড়েছে। সেটা পল অ্যাডামসই হোক বা যসপ্রীত বুমরা।