/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/Younis-Khan.jpg)
সম্প্রতি দু’বছর আগে লেখা এক খুদে ভক্তের চিঠি পেয়েছেন কিংবদন্তি এই পাকিস্তানি ক্রিকেটার
ফ্যানেদের মন রাখতে ক্রিকেটাররা কত কী না করে থাকেন! কিন্তু ইউনিস খান যা করলেন, তা দেখলে আপনার তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। সম্প্রতি দু’বছর আগে লেখা এক খুদে ভক্তের চিঠি পেয়েছেন কিংবদন্তি এই পাকিস্তানি ক্রিকেটার। শুধুমাত্র ফ্যানের কথা মাথায় রেখে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে ক্রিকেটের টিপস দিলেন তিনি।
As promised, here is the coaching tip manual on the cover drive and cut shot for the 12 year old Felix from New Zealand who wrote a letter to me. I hope you enjoy this, practice it & improve your game. All the best Felix. Hope to see you playing for your country one day ???? pic.twitter.com/lnzP2yz9gT
— Younis Khan (@iam_Younis) May 7, 2018
পুরো ঘটনার কথা ইউনিস নিজেই শেয়ার করেছেন ট্যুইটারে। আজ থেকে বছর দুয়েক আগে ইউনিসের কাছে ব্যাটিং টিপস চেয়ে নিউজিল্যান্ড থেকে চিঠি লিখেছিল ১২ বছরের ফেলিক্স অ্যান্ডারসন। চিঠিতে আবার ইউনিসের স্কেচও করেছে সে। ইউনিসের কভার ড্রাইভ আর কাট শটে মুগ্ধ হয়ে তাঁর থেকেই সেগুলো শিখতে চেয়েছিল ছোট্ট ফ্যানটি। গত ২৫ এপ্রিল ফেলিক্সের চিঠিটা পোস্ট করে ইউনিস তাঁকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, শীঘ্রই তিনি একটি ভিডিও পোস্ট করে ফেলিক্সের আবদার মেটাবেন। কথা রাখলেন ইউনিস। ভিডিও পোস্ট করলেন।
Dear Felix, thank you for this sweet letter. I know this is almost two years old, but it only came across me now. I will surely make a small video to give you some tips as you requested ???????? pic.twitter.com/Mhaz5nTsfn
— Younis Khan (@iam_Younis) April 25, 2018
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানান ইউনিস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই শেষবার মাঠে নেমেছিলেন তিনি। পাকিস্তানের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে তাঁর।৫২.০৫-এর গড়ে ১০,১৯৯ রান করেন ইউনিস। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ৩৪টি সেঞ্চুরি ও ৩৩টি হাফসেঞ্চুরি রয়েছে ইউনিসের। শুধু টেস্টেই নয়. ওয়ান ডে ক্রিকেটেও ইউনিসের ব্যাট একইভাবে কথা বলেছে। ৭,২৪৯ রান করেছেন ইউনিস। সাতটি সেঞ্চুরি ও ৪৮টি হাফ-সেঞ্চুরি আছে তাঁর।