Virat Kohli, iShowSpeed Zlatan Ibrahimovic: বিখ্যাত আমেরিকান ইউটিউবার ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একজন বড় ভক্ত। 'আই শো স্পিড' (IShowSpeed) নামেও পরিচিত বছর ৩৫-এর অনলাইন স্ট্রিমার ভারতীয় তারকা ব্যাটারের বহুবার ভূয়সী প্রশংসা করেছেন। সেই স্পিড সম্প্রতি প্রাক্তন ভারতীয় অধিনায়ক কোহলির ছবি মোবাইলের মাধ্যমে দেখিয়ে সুইডিশ ফুটবলার জলাতান ইব্রাহিমোভিচকে কোহলির পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।
প্রাক্তন এসি মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকারের সঙ্গে কথা চলাকালীন স্পিড ওই ভিডিওতে ইব্রাহিমোভিচকে জিজ্ঞাসা করেছেন, 'আপনি কি বিরাট কোহলিকে চেনেন?' জবাবে সোজাসাপটা ইব্রাহিমোভিচ স্বীকার করে নেন যে তিনি বিরাট কোহলিকে চেনেন না। তখন স্পিড ভারতীয় ব্যাটারের একটি ছবি বার্সেলোনার প্রাক্তন ফুটবলারকে দেখান। কিন্তু, ইব্রাহিমোভিচ জানিয়ে দেন যে তিনি কোহলিকে চিনতে পারছেন না। এতে বিস্মিত স্পিড প্রতিক্রিয়ায় বলেন, 'আপনি বিরাট কোহলিকে চেনেন না? আপনি তাঁকে আগে কখনও দেখেননি?' জবাবে ইব্রাহিমোভিচ বলেন, 'জীবনে কখনও ক্রিকেটই দেখিনি। ক্রিকেট খেলাটা কোনও খারাপ কিছু না। কিন্তু, দেখিনি।'
এরপর কোহলির কথা উল্লেখ করে, জুনিয়র স্পিড বলেন, 'উনি একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।' পালটা জলাতান কৌতূহলীভাবে জিজ্ঞাসা করেন, 'তাহলে আপনিও ক্রিকেট পছন্দ করেন?' জবাবে স্পিড জানান, 'হ্যাঁ, করি। তিনি (কোহলি) একটা খেলার সেরা প্লেয়ার।'
স্পিডএর আগে কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো নাজারিওর কাছেও গিয়েছিলেন। সেখানে স্পিড বিরাট কোহলির ছবি দেখিয়ে রোনাল্ডোকে বলেন, 'ইনিই সেরা। বাবর আজমের চেয়েও ভালো।' বিরাটের ছবি দেখে, রোনাল্ডো ভারতীয় তারকা ব্যাটারকে চিনতে পারেন। তখনও স্পিডকে বলতে শোনা গিয়েছে, 'হ্যাঁ, উনিই সেরা।'
স্পিডগতমাসে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে গিয়েছিলেন। সেই সময় স্পিডকে টিম ইন্ডিয়ার জার্সি পরা স্ট্যান্ডে দেখা গিয়েছিল। কিন্তু, ওই ম্যাচে স্পিডের নায়ক কোহলি রান পাননি। তিন বলে চার রান করে বিরাট ড্রেসিংরুমে ফিরে যান। যা দেখে স্পিডকে রীতিমতো হতাশ হতে দেখা যায়।
আরও পড়ুন- গম্ভীরের পছন্দে সায় নেই বোর্ডের! বিশ্বকাপজয়ী বোলারকে বোলিং কোচ করার পথে জয় শাহরা
অবশ্য কোহলি ব্যর্থ হলেও ওই ম্যাচের ফল ভারতের পক্ষেই গিয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ওই ম্যাচে ছয় রানে জয়ী হয়। শেষ পর্যন্ত টি২০ বিশ্বকাপে অপরাজিত থেকে ভারত চ্যাম্পিয়ন হয়। ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায়। সেই ম্যাচে অবশ্য গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ কোহলি দুর্দান্ত খেলেছিলেন, ভালো রান করেছিলেন। যেন, ওস্তাদের মার শেষ রাতে।