Advertisment

কয়েকজন ধারাভাষ্যকারকে সহ্য করতে পারি না, বিস্ফোরণ যুবির

৩৮ বছরের তারকা ক্রিকেটার গত বছর জুনে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তিনি জানালেন, কমেন্ট্রি করার থেকে কোচিং করানো বেশি উপভোগ করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তাঁকে ভবিষ্যতে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতেই পারে। তবে যুবরাজ সিং জানিয়ে দিলেন, বেশ কিছু ধারাভাষ্যকারদের তিনি সহ্য করতে পারেন না।

Advertisment

গোটা বিশ্ব আপাতত লকডাউনের শাসনে। চার দেওয়ালে বন্দি থেকেই ক্রীড়া দুনিয়া সমর্থক, ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখছেন।

ঘরবন্দি থেকেই মহম্মদ কাইফের সঙ্গে ইনস্টাগ্রামের লাইভ চ্যাটে যুবরাজ সাফ জানিয়ে দিলেন, "তুমি অন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারো। তবে কমেন্ট্রি বক্সে বেশ কয়েকজনকে একদম সহ্য করতে পারিনা।"

কোন ধারাভাষ্যকারদের নিয়ে তাঁর সমস্যা রয়েছে তা অবশ্য খোলসা করে জানাননি তারকা ক্রিকেটার। যাইহোক, ভবিষ্যতে তাঁকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে, এমন সম্ভবনার কথাও শুনিয়ে রাখলেন তিনি।

যুবি বলছেন, "যদি আমি কমেন্ট্রি করি, তাহলে বেশ কিছু বিষয়ের উপর তা নির্ভর করবে। সবসময় কমেন্ট্রি করা আমার পক্ষে সম্ভব নয়। টি টোয়েন্টি বা আইসিসি বিশ্বকাপের মত ইভেন্টে ধারাভাষ্যকারের কাজ করতে চাই।"

৩৮ বছরের তারকা ক্রিকেটার গত বছর জুনে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তিনি জানিয়ে রাখছেন, কমেন্ট্রি করার থেকে কোচিং করানো বেশি উপভোগ করেন তিনি।

তাঁর সংযোজন, "সারাক্ষন বসে ক্রিকেট নিয়ে কথা বলার ধৈর্য আমার নেই। আমি কখনই এমনটা করতে পারবো না। বরং কোচিং করানো বেশি উপভোগ করি। কমেন্টারির মত পূর্ণ সময়ের কাজ করতে পারবো না।"

Yuvraj Singh
Advertisment