Rohit Sharma, Yograj Singh: আসন্ন টি-২০ বিশ্বকাপের পর টি-২০ ফরম্যাট থেকে অবসর নেবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এমন জল্পনা যখন শুরু হয়েছে, তখন ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন প্রখ্যাত কোচ তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তাঁর দাবি, ৩৭ বছরের রোহিতের ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। তাই তাঁর আরও দীর্ঘসময় খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়।
এমনিতে বয়স খেলোয়াড়দের জীবনে একটা বড় ফ্যাক্টর। ক্রিকেটাররা ৫০ বছর বয়সের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাধারণত অবসর নেন। সেই কারণে, রোহিতের অবসরও ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের কাছে জল্পনার বিষয় হয়ে উঠেছে। রোহিত আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু, এবারের টি-২০ বিশ্বকাপের দলে রোহিতের সহকারি অধিনায়ক হিসেবে জুড়ে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। যে হার্দিককে মু্ম্বই এবার রোহিতকে সরিয়ে ক্যাপ্টেন করেছে। সবচেয়ে বড় কথা, হার্দিকের ফর্ম না থাকার পরও তাঁকে টিম ইন্ডিয়ায় বাছা হয়েছে। যাতে জল্পনা তৈরি হয়েছে যে, হার্দিকই টিম ইন্ডিয়ার ভবিষ্যতের নেতা।
তবে, বয়সের দোহাই দিয়ে একজন খেলোয়াড়ের জীবনে ছেদ টেনে দেওয়ার চেষ্টার তীব্র বিরোধিতা করেছেন যোগরাজ সিং। তিনি বলেছেন, খেলোয়াড়দের বাছাই করার সময় তাঁদের ফিটনেস এবং ফর্মের ওপরই জোর দেওয়া উচিত। সেই খেলোয়াড়ের কতখানি বয়স, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার না।
এই ব্যাপারে যোগরাজ বলেন, 'বয়স নিয়ে এই কথাবার্তাগুলো আমি আজও বুঝি না। আপনি ৪০, ৪২, ৪৫- যে বয়সিই হোন না কেন, ভালো পারফর্ম করলে অসুবিধাটা কোথায়? আমাদের দেশের লোকের বিশ্বাস করেন যে কেউ ৪০ হয়ে গেলেই তিনি বৃদ্ধ। কিন্তু, রোহিত শর্মা বা বীরেন্দ্র শেহবাগরা যে ধরনের খেলোয়াড়, তাঁদের ফিটনেসের দিকে নজর দেওয়ার দরকার পড়ে না। তাঁরা নির্দ্ধিধায় ৫০ বছর বয়স অবধি খেলা চালিয়ে যেতে পারেন।'
আরও পড়ুন- ডিভিলিয়ার্সের থেকে অনেক ভাল হার্দিক! বিস্ফোরক তুলনা করে ঝড় তুলে দিলেন এবার গম্ভীর
তিনি কেন একথা বলছেন, তা উদাহরণ দিয়ে জানিয়েছেন যোগরাজ। তিনি বলেছেন, 'ভারত যখন বিশ্বকাপ জিতেছিল, তখন মহিন্দর অমরনাথের বয়স ছিল ৩৮ বছর (আসলে ছিল ৩৩ বছর)। ফাইনালে তিনি ম্যাচ অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তাই আমি মনে করি যে, ভারতীয় ক্রিকেটেও বয়স ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত না।'