Yuvraj Singh on Ravichandran Ashwin: টিম ইন্ডিয়ার (Team India) সীমিত ওভারের ফরম্যাটে আর সুযোগ পান না রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। টেস্টে দেশের মাটিতে তিনি ধারাবাহিকভাবে প্ৰথম একাদশের সদস্য হলেও সীমিত ওভারের পাঠ চুকেছে বহুদিন আগেই। তবে ঘরের মাঠে বিশ্বকাপের আগে আচমকা চোট পাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় সুযোগ পেয়ে গিয়েছিলেন। তার আগে সংযুক্ত আরব আমিরশাহিতেও টি২০ বিশ্বকাপে অশ্বিনকে রাখা হয়েছিল স্কোয়াডে।
বর্তমানে জুজবেন্দ্র চাহাল, কিংবা সাম্প্রতিক অতীতে অশ্বিনের জন্যই ব্রাত্য রাখা হয়েছিল কুলদীপ যাদবকে। এই বিষয়েই এবার প্রশ্ন তুললেন খোদ যুবরাজ সিং। কলকাতায় এসে। বর্তমানে টিম ইন্ডিয়ার দর্শন খুব পরিষ্কার- এমন বোলারদের অন্তর্ভুক্ত করা যাঁরা প্রয়োজনের সময় ব্যাটিং-ও করতে পারেন। তবে এই নীতির সঙ্গে সাযুজ্য নয় অশ্বিন-অন্তর্ভুক্তির নীতি।
কলকাতায় নিজের একাডেমির উদ্বোধনে এসে যুবরাজ সিং সাফ বলে দেন, "অশ্বিন দারুণ বোলার, কোনও সন্দেহ নেই। তবে মনে হয়না এই মুহূর্তে ও ওয়ানডে, টি২০-তে খেলার যোগ্য। বল হাতে ও দারুণ কার্যকরী। তবে ব্যাটার এবং ফিল্ডার হিসাবে কী অবদান রয়েছে ওঁর? টেস্টে অবশ্যই ওঁকে রাখা উচিত। কিন্তু সাদা বলের ক্রিকেটে মনে হয় না, ও জায়গা পাওয়ার দাবিদার।"
আরও পড়ুন- টাকা ধার করেছিলেন বাবা, মা বিক্রি করেন সোনার গয়না! ধ্রুবর টিম ইন্ডিয়ায় সুযোগ যেন রূপকথা
মহেন্দ্র সিং ধোনির জমানায় অশ্বিন তিন ফরম্যাটেই অপরিহার্য অংশ ছিলেন। তবে ২০১৭-র পরবর্তীতে অশ্বিন সীমিত ওভারের ক্রিকেটে রীতিমতো জায়গা হারাতে থাকেন। সীমিত ওভারের ফরম্যাটে জাদেজা-অশ্বিনকে ব্রাত্য করে শাস্ত্রী-কোহলি জমানায় তুলে আনা হয় কুল-চা জুটিকে। তবে কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল ধারাবাহিকভাবে নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি। জাদেজা পরে আইপিএলে নিয়মিত পারফর্ম করে সীমিত ওভারে নিজের ছেড়ে যাওয়া আসন পুনরুদ্ধার করে নিলেও অশ্বিন আর নিয়মিত হয়ে উঠতে পারেননি।
তবে মেগা ইভেন্টে বরাবর অশ্বিনের অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২১-এর টি২০ ওয়ার্ল্ড কাপে চাহালকে বাইরে রেখে অশ্বিনকে নেওয়া হয়েছিল। সেবার অবশ্য একদমই ছাপ ফেলতে পারেননি দক্ষিণী স্পিনার। ২০২১-২০২২ এর মধ্যে টানা টি২০ স্কোয়াডের সদস্য ছিলেন অশ্বিন। এমনকি টি২০ ওয়ার্ল্ড কাপেও সুযোগ পেয়ে যান। এবারেও ঘরের মাঠে বিশ্বকাপে শেষ মুহূর্তে অক্ষর প্যাটেল চোট পাওয়ায় শিকে ছেঁড়ে তাঁর। যদিও চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ম্যাচ ছাড়া বাকি টুর্নামেন্টে রিজার্ভ বেঞ্চ গরম করতে হয়েছিল তারকাকে।