Advertisment

ভারতীয় ক্রিকেটে এবার কোচ হচ্ছেন যুবরাজ! বড় খবর আইপিএলের আগেই

গত কয়েক বছরে বেশ কিছু উঠতি ক্রিকেটারকে হারায় পাঞ্জাব। পুনিত বালি জানিয়েছেন, যুবরাজের অভিজ্ঞতা রাজ্যের ক্রিকেটের পক্ষে ভালো হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যুবরাজ সিং

অবসর ভেঙে ফিরে এসো। খেলার পাশাপাশি কোচিংও করো। যুবরাজ সিংকে এমনই সাড়া জাগানো প্রস্তাব দিল পাঞ্জাব ক্রিকেট সংস্থা। পাঞ্জাব ক্রিকেট সংস্থার সচিব পুনিত বালি জানান, রাজ্যের বেশ কিছু ক্রিকেটারকে আগে থেকেই মেন্টর করছেন যুবরাজ। এর মধ্যে পতিশ্রুতিমান শুবমান গিলও রয়েছেন। তাই তাকে শুক্রবার এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisment

পুনিত বালি পিটিআই-কে জানান, "পাঁচ থেকে ছয় দিন আগে যুবরাজকে প্রস্তাব পাঠিয়েছি। ওর জবাবের অপেক্ষাতে রয়েছি আমরা। ও যদি খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি মেন্টরশিপের কাজ চালিয়ে যেতে পারে, তাহলে ভালই হবে।"

আরও পড়ুন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মোহনবাগানের সুরজিৎ, মরণ-বাঁচন লড়াই চলছে দিল্লিতে

গত বছর অবসর নিয়েছেন বা হাতি তারকা ক্রিকেটার। যুবরাজকে গত মাসেই দেখা গিয়েছিল শুবমান গিল, আনমোলপ্রীত সিং, অভিষেক শর্মা, হরমনপ্রীত ব্রারদের মত উঠতি তারকাদের সময় দিতে। পাঞ্জাবের চার তারকাই আইপিএলে অংশ নিতে উড়ে যাবেন দুবাই।

গত কয়েক বছরে বেশ কিছু উঠতি ক্রিকেটারকে হারায় পাঞ্জাব। পুনিত বালি জানিয়েছেন, যুবরাজের অভিজ্ঞতা এবং ক্রিকেট জ্ঞান রাজ্যের ক্রিকেটের পক্ষে ভালো হবে। ঘটনা হল, অবসর ভাঙার ইচ্ছে থাকলেও যুবরাজ সম্ভবত নিয়মের গেরোয় আটকে যাবেন। অবসর নেওয়ার পর বিদেশের ক্রিকেটে খেলার জন্য বোর্ডের ছাড়পত্র আগেই আদায় করে নিয়েছেন তিনি। গত বছর বিদেশে এমন দুটো টুর্নামেন্টে-গ্লোবাল টি২০ কানাডা এবং আবুধাবি টি১০ লিগ- অংশ নিয়েছিলেন তিনি।

ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর জাতীয় দলের জার্সিতে ৪০টি টেস্ট সহ ৩০৪টি ওডিআই খেলেছেন।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Yuvraj Singh
Advertisment