Yuvraj Singh on IND-PAK: ভারত-পাক ম্যাচে এগিয়ে বাবররাই, বড় মন্তব্য এবার যুবরাজ সিংয়ের

Yuvraj Singh on IND-PAK: পাকিস্তান, যারা টুর্নামেন্টের টেকনিক্যালি আয়োজক দল, তারা দুবাইয়ের স্টেডিয়ামে যেন আয়োজক দেশের ট্যাগ সরিয়ে খেলতে নামবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Pakistan, champions trophy, ভারত বনাম পাকিস্তান

IND vs PAK: রবিবার ধুন্ধুমার ম্যাচে নামছে ভারত-পাকিস্তান (টুইটার)

Yuvraj Singh on IND vs PAK: ভারত এবং পাকিস্তান দুই দলই নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলে ফেলেছে। টিম ইন্ডিয়াকে ফেভারিট হিসেবে নামবে পাকিস্তান ম্যাচেও। রোহিত শর্মার দল নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে পরাজিত করেছে। অন্যদিকে, পাকিস্তান নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে গিয়েছে।

Advertisment

রবিবারের বড় ম্যাচটি আরও জটিল হয়ে উঠছে। কারণ এটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। যেখানে ভারত ইতিমধ্যেই একটি ম্যাচ খেলে ফেলেছে। অথচ পাকিস্তান, যারা টুর্নামেন্টের টেকনিক্যালি আয়োজক দল, তারা এই স্টেডিয়ামে যেন আয়োজক দেশের ট্যাগ সরিয়ে খেলতে নামবে। নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের ফলে পাকিস্তানকে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে এই ম্যাচে জয়লাভ করতেই হবে।

তবে যুবরাজ সিং বিশ্বাস করেন যে রবিবারের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হলে পাকিস্তানেরই সুবিধা থাকবে। তাঁর যুক্তি, "আমার মনে হয় পাকিস্তান বাড়তি সুবিধা পাবে। কারণ দুবাইতে তাদের একটা বেস রয়েছে। ওঁরা এই গ্রাউন্ডে প্রচুর ক্রিকেট খেলেছে এবং কন্ডিশন খুব ভালো বোঝে," যুবরাজ জিওহটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচের প্রস্তুতিমূলক একটি বিশেষ অনুষ্ঠানে বলেন।

ওই একই শোতেই শাহিদ আফ্রিদিও বলেন, "ভারতের পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ উইনার রয়েছে।" যুবরাজ পাল্টা বলেছেন, "ধীরগতির উইকেটে, ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা বরাবরই ভালো পারফর্ম করে, কারণ তারা স্পিন ভালো খেলতে জানে। আপনি যদি ম্যাচ উইনারদের কথা বলেন, আমি আফ্রিদির সঙ্গে একমত যে আমাদের বেশি ম্যাচ উইনার রয়েছে।"

Advertisment

"কিন্তু আমি বিশ্বাস করি, পাকিস্তানের ম্যাচ উইনার কম হলেও, মাত্র একজন খেলোয়াড়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারত-পাকিস্তান লড়াই শুধু ম্যাচ উইনারদের ব্যাপার নয়; এটি মুহূর্তকে কাজে লাগানোর, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর, এবং প্রত্যাশার চাপে না পড়ার ব্যাপার। যে দল এটি ভালোভাবে করতে পারবে, সেই দলই তাদের দেশের জন্য ম্যাচ জিতবে।"

Yuvraj Singh Champions Trophy India Vs Pakistan match