Yuvraj Singh Dating News: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং জাতীয় দলে থাকাকালীন তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও সংবাদ শিরোনামে থাকতেন। সেই সময় যুবরাজকে ঘিরে বহু ঘটনার কথা শোনা যেত। তার মধ্যে অন্তত একটা যে সত্যি, সেটা এবার যুবরাজ নিজেই স্বীকার করে নিলেন। তিনি এক পডকাস্টে স্বীকার করেছেন, 'একজন অভিনেত্রীর সঙ্গে ডেটিং করছিলেন।' আর, সেটা ঘটেছিল ২০০৭-০৮ সালে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, ওই অভিনেত্রী সেই সময় অস্ট্রেলিয়ায় শুটিং করছিলেন। সেই সময়ই তাঁর সঙ্গে তিনি ডেটিং করেন।
কিংবদন্তি অলরাউন্ডার জানিয়েছেন, ওই সিরিজ নিয়ে তিনি বেশ চাপের মধ্যে ছিলেন। কারণ, অজিরা বরাবরই কঠিন প্রতিপক্ষ। আর, সেই কারণে তাঁর ডেটিংয়ের সঙ্গী ওই নায়িকাকে বেশ কিছুদিন দেখা না করতেও অনুরোধ করেছিলেন যুবরাজ। কারণ, সেই সময় খেলার দিকে মনোনিবেশই তাঁর প্রধান লক্ষ্য ছিল। তার মধ্যেই তাঁরা ক্যানবেরায় একসঙ্গে সফর করেছিলেন বলেও যুবরাজ জানিয়েছেন।
এই প্রসঙ্গে প্রাক্তন অলরাউন্ডার পডকাস্টে বলেছেন, 'আমি একজন অভিনেত্রীকে ডেট করেছিলাম। নামটা বলব না। তিনি এখন বেশ ভালোই আছেন। অভিজ্ঞ অভিনেত্রী। তখন তিনি অ্যাডিলেডে শ্যুটিং করছিলেন। আমি তাঁকে বললাম, অস্ট্রেলিয়া সফরে আছি। এখন দেখা করা যাবে না। খেলায় ফোকাস করতে হবে। কিন্তু, তিনি ক্যানবেরায় বাসে আমার পিছু নিলেন। সেই সময় দুটি টেস্ট ম্যাচে তেমন একটা রান পাইনি। আমি ওঁকে দেখে জিজ্ঞাসা করেছিলাম, এখানে কী করছ? ও বলেছিল, তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই!'
যুবরাজ বলেন, 'তারপর আমরা রাতে দেখা করেছি। চ্যাট করেছি। আমি ওঁকে বলেছিলাম, তোমায় কেরিয়ারে ফোকাস করতে হবে। আমাকেও নিজের দিকে নজর দিতে হবে। অস্ট্রেলিয়া সফর মানেটা তুমি বোঝই। আমরা ক্যানবেরা থেকে অ্যাডিলেডে গেছিলাম। ও আমার স্যুটকেস প্যাক করে দিয়েছিল।'
আরও পড়ুন- বাংলাদেশে আর কোনওদিন ফিরবেন না, থাকবেন এই দেশে! সাকিবের বোমা-চিঠিতে হুলুস্থুল পদ্মাপাড়
যুবরাজ বলেন, 'সকালে ওঁকে আমি জিজ্ঞাসা করি, আমার জুতো কোথায়? ও বলেছিল, গুছিয়ে দিয়েছি। আমি আঁতকে উঠি! বললাম, এখন কী পরে যাব? ও বলেছিল, আমারটা পরে যাও। ওঁর গোলাপি স্লিপ-অন ছিল। আমাকে শেষপর্যন্ত সেটাই পরতে হয়েছিল। আমি ওই জুতো লুকোনোর জন্য টিমবাসে পায়ের সামনে ব্যাগ রেখেছিলাম। কিন্তু, খেলোয়াড়দের অনেকেই দেখে নিয়েছিল। হাততালি দিয়ে ওরা সেটা নিয়ে মজাও করে। আমি বিমানবন্দরে ফ্লিপ-ফ্লপ না কেনা পর্যন্ত ওই গোলাপি স্লিপ-অন পরেই আমাকে থাকতে হয়েছিল।'