Yuvraj Singh's all time playing XI and MS Dhoni: তাঁর সর্বকালের সেরা ক্রিকেট একাদশে এমএস ধোনিকে স্থান দিলেন না যুবরাজ সিং। সেই তালিকায় তিনি তিন জন ভারতীয় তারকাকে রেখেছেন। তবে, তাঁদের মধ্যে কেউই ধোনি নন। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ, ভারতের ২০০৭ টি২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। ৪২ বছর বয়সি তারকা তাঁর একাদশে চার অস্ট্রেলিয়ানকেও রেখেছেন। সঙ্গে, তিন ভারতীয়কেও স্থান দিয়েছেন তালিকায়। কিন্তু, ধোনি ভক্তরা, যাঁরা এমএসকে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মনে করেন, তাঁদের মনে কার্যত দুঃখ দিয়ে নিজের সেরা একাদশের তালিকায় মাহিকে রাখেননি।
যুবরাজ ধোনির জায়গায় ভারত থেকে তাঁর বাছাই করা সেরা একাদশে স্থান দিয়েছেন শচীন তেন্ডুলকার, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। যুবরাজের মত অনুযায়ী, প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ওপেন করা উচিত। তিন এবং চার নম্বরে নামা উচিত রোহিত শর্মা ও বিরাট কোহলির। টেস্ট এবং ওডিআইতে তেন্ডুলকার সর্বকালের শীর্ষস্থানীয় রান স্কোরার। পাশাপাশি, অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট এবং ওয়ানডেতে সর্বাধিক রান করার রেকর্ড পন্টিংয়ের আছে। তা ছাড়াও, ৪৯ বছর বয়সি পন্টিং ২০০৩ এবং ২০০৭ সালে অধিনায়ক হিসাবে দুটি ওয়ানডে বিশ্বকাপও জিতেছিলেন।
যুবরাজ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ও তারকা ব্যাটার অ্যাব ডি ভিলিয়ার্সের সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকে তাঁর সর্বকালের প্লেয়িং একাদশে স্থান করেছেন। পাশাপাশি, উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান হিসেবে তিনি তাঁর একাদশে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার অ্যাডাম গিলক্রিস্টকে। গিলক্রিস্ট ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ব্যাক-টু-ব্যাক ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য। তিনটি ফাইনালেই তাঁর রান ছিল ৫০-এর বেশি। তারমধ্যে, ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে বার্বাডোসে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাঁ-হাতি ব্যাটার গিলক্রিস্ট তুলেছিলেন ১৪৯ রান।
যুবরাজ তার সর্বকালের সেরা একাদশে যে চার বোলারকে বেছেছেন, তাঁরা হলেন মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং ওয়াসিম আক্রম। তিনি নিজেকে ওই সেরা দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে রেখেছেন। যুবরাজ তাঁর স্বপ্নের একাদশে এই বোলারদের বেছেছেন কারণ, টেস্ট এবং ওয়ানডেতে সবচেয়ে বেশি ব্যাটসম্যানকে আউট করার বিশ্বরেকর্ড আছে মুরালিধরনের। ওয়ার্ন ৭০৮ উইকেট নিয়ে তার টেস্ট ক্যারিয়ারে ইতি টেনেছিলেন। অন্যদিকে ম্যাকগ্রা এবং আক্রম অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের হয়ে যথাক্রমে ৯০০-এর বেশি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- ক্যান্সারে আক্রান্ত টিম ইন্ডিয়ায় কোচিং করানো ‘গুরু’র! বেনজির কীর্তিতে হৃদয় জিতল জয় শাহের BCCI
ভারতের হয়ে প্রাক্তন বাঁ-হাতি অলরাউন্ডার যুবরাজের অভিষেক হয়েছিল ২০০০ সালের ৩ অক্টোবর, কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে। কিন্তু, ওই ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পাননি। ভারতের হয়ে তার ১৭ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে, চণ্ডীগড়ে জন্ম নেওয়া যুবরাজ ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে এবং ৫৮টি টি২০ খেলেছেন। আর, যথাক্রমে ১৯০০, ৮৭০১ এবং ১১৭৭ রান করেছেন। তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ১৪৮টি উইকেটও নিয়েছিলেন। যার মধ্যে ১৫টি উইকেট নিয়েছিলেন ২০১১ সালের একদিনের বিশ্বকাপে। ওই বিশ্বকাপে ভারত ২০১১ সালের ২ এপ্রিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ফাইনালে পরাজিত করেছিল।