জাতীয় দলে খেলার আর সুযোগ নেই। তাই এবার অবসরের কথা সিরিয়াসলি ভাবতে শুরু করে দিয়েছেন যুবরাজ সিং। ২৭ বছর পরে দেশকে বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার নায়ক চাইছেন অবসরের পরে আইসিসি অনুমোদিত বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে। বোর্ডের সঙ্গে আপাতত এই বিষয়েই পরামর্শ সারছেন স্টাইলিশ বাঁ হাতি ব্যাটসম্যান। বোর্ডের তরফে সবুজ সঙ্কেত পেলেই ব্যাট-প্যাড তুলে রাখবেন যুবি।
আরও পড়ুন
বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলা নিয়ে বিসিসিআই বরাবরই নিজেদের অবস্থানে কড়া। একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই বোর্ডের তরফে অন্য লিগে খেলতে যাওয়ার ছাড়পত্র মেলে। সম্প্রতি একই ইস্যুতে সমস্যায় পড়েছেন ইরফান পাঠানও। বোর্ডের এক কর্তার পরামর্শে তিনি অবসর না নিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য ড্রাফটে নাম পাঠিয়ে দিয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল, ভবিষ্যতে তাঁকে অবসরের সুযোগ করে দেওয়া হবে।
তবে পরে তারকা অলরাউন্ডারকে জানানো হয়, ভবিষ্যতে নয়, একমাত্র অবসর নেওয়ার পরেই তিনি সিপিএলে খেলতে যেতে পারবেন। যা নিয়ে ইরফান পাঠানও অবসরের বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। পাঠানের দেখানো পথেই এবার যুবরাজ। বোর্ডের এক কর্তা জাতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, "ইরফানকে বলা হয় ড্রাফটে থেকে নাম প্রত্যাহার করতে। যুবরাজের ক্ষেত্রে নিয়ম কানুন আরও ভালভাবে জানতে হবে আমাদের। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও টি টোয়েন্টি ক্রিকেটে বিসিসিআইয়ের সক্রিয় প্লেয়ার হিসেবে থেকে যাবেন যুবরাজ। নিয়ম আরও বিশদে জানতে হবে।"
কোন টি টোয়েন্টি লিগ খেলতে চান যুবরাজ? সেই কর্তা জানিয়েছেন, "যুবরাজ প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। বোর্ডের সঙ্গে পরামর্শ নিয়ে যুবি কানাডার জিটি২০, আয়ারল্যান্ডের ইউরো টি টোয়েন্টি স্ল্যাম এবং হল্যান্ডে খেলতে চায়। ওখানে খেলার প্রস্তাব রয়েছে ওর কাছে।"
সদ্য শেষ হওয়া আইপিএল যুবরাজ মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে থাকলেও বেশি ম্যাচে খেলার সুযোগ জোটেনি। তাই এবার ইউরোপ কিংবা উত্তর আমেরিকার টি টোয়েন্টি লিগে অংশ নিতে চাইছেন তিনি।