Yuzvendra Chahal Divorce News: জল্পনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে ২০ মার্চ বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার। বম্বে হাইকোর্টের বান্দ্রা ফ্যামিলি আদালত এই দম্পতির বিচ্ছেদে সিলমোহর দিয়েছে। ডিভোর্সের পর আইনজীবী নীতিন গুপ্তা সাংবাদিকদের জানিয়েছেন, পারষ্পরিক সম্মতিতে এই পাওয়ার কাপলের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
কালো পোশাক, মুখে মাস্ক... মুখ লুকিয়ে আদালতে এসেছিলেন যুজবেন্দ্র
বিচারক মাধব জামদারের সিঙ্গল বেঞ্চ বৃহস্পতিবার (২০ মার্চ) এই ডিভোর্সের আবেদনে সিলমোহর দিয়েছে। তবে এই ডিভোর্সের বিনিময়ে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মাকে ৪.৭৫ কোটি টাকা খোরপোশ দিয়েছেন। সূত্রের খবর, যুজি নাকি আগেই ধনশ্রীকে ২.৩৭ কোটি টাকা দিয়েছিলেন। পাশাপাশি আদালতের পক্ষ থেকে এই দম্পতিকে ৬ মাসের কুলিং অফ পিরিয়ড মকুব করে দেওয়া হয়েছে। কুলিং অফ পিরিয়ড কথাটার অর্থ হল বিবাহ বিচ্ছেদের পিটিশন দাখিল করার পর স্বামী-স্ত্রী'কে ৬ মাস একসঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়। যাতে দুই পক্ষই বিবাহ বিচ্ছেদ আটকানোর ব্যাপারে পুনর্বিবেচনা করতে পারেন।
আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাসের সময় গোটা দেশজুড়ে যখন লকডাউন চলছিল, ঠিক সেইসময় যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেইসময় ধনশ্রী পেশায় একজন কোরিওগ্রাফার ছিলেন। সেইসময় যুজবেন্দ্র অনলাইন ক্লাসের মাধ্যমে নাচ শিখতেন। আর এই শিক্ষা বিনিময়ের সূত্র ধরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। অবশেষে ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এই অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দুরত্ব তৈরি হতে থাকে। জানা গিয়েছে, ২০২২ সাল থেকেই তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। পারষ্পরিক সমঝোতার অভাবেই নাকি তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।