Yuzvendra Chahal Divorce: মাত্র ৪.৭৫ কোটিতেই রফা! আজই যুজি-ধনশ্রীর ডিভোর্সে সিলমোহর?

ঝলক দিখলা যা - ১১ শো'য়ের একটি পর্বে ধনশ্রী বর্মা জানিয়েছিলেন যে কীভাবে তিনি যুজবেন্দ্র চাহালের প্রেমে পড়েছিলেন। সেখানেই তিনি জানান, কীভাবে লকডাউন চলাকালীন নাচ শেখার জন্য যুজি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

ঝলক দিখলা যা - ১১ শো'য়ের একটি পর্বে ধনশ্রী বর্মা জানিয়েছিলেন যে কীভাবে তিনি যুজবেন্দ্র চাহালের প্রেমে পড়েছিলেন। সেখানেই তিনি জানান, কীভাবে লকডাউন চলাকালীন নাচ শেখার জন্য যুজি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuzvendra Chahal and Dhanashree Verma

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা

Yuzvendra Chahal and Dhanashree Verma: যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার ডিভোর্সে কি আজই সিলমোহর পড়ে যাবে? অন্তত তেমনটাই আশা করা হচ্ছে। প্রসঙ্গত, বম্বে হাইকোর্টে যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা বিবাহবিচ্ছেদের পিটিশন দায়ের করেছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) এই মামলার শুনানি হবে। বিচারক মাধব জামদারের সিঙ্গল বেঞ্চ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ২০ মার্চের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ আইপিএল টুর্নামেন্টের জন্য আগামী ২১ মার্চ থেকে যুজবেন্দ্র চাহাল ব্যস্ত হয়ে পড়বেন। সেকারণে তাঁকে আর পাওয়া যাবে না।

Advertisment

 

বার অ্যান্ড বেঞ্চ ওয়েবসাইটের থেকে পাওয়া খবর অনুসারে, বম্বে হাইকোর্ট এই মামলায় ৬ মাসের কুলিং অফ পিরিয়ডও মাফ করে দিয়েছে। এই আদেশ দেওয়ার সময় হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত আড়াই বছর ধরে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা একে অপরের থেকে আলাদা রয়েছেন। শেষপর্যন্ত ৪.৭৫ কোটি টাকায় এই মামলা রফা করা হয়েছে।

 

Advertisment

সম্প্রতি একটি সূত্র থেকে জানা গিয়েছিল, যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা গত আড়াই বছর ধরে একে অপরের থেকে আলাদা রয়েছেন। অনেকদিন ধরেই তাঁদের ডিভোর্সের খবর সোশ্যাল মিডিয়ার হাওয়া গরম করছিল। যদিও চাহাল কিংবা ধনশ্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

 

চাহালের পিটিশনে কী বলা হয়েছে?

 

যুজবেন্দ্র চাহাল ফ্যামিলি কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। সেখানেই তিনি উল্লেখ করেন, ধনশ্রীকে সেটলমেন্টের অর্ধেক টাকা ইতিমধ্যেই তিনি দিয়েছেন। সেকারণে ৬ মাসের কুলিং অফ পিরিয়ড মাফ করে দেওয়া হোক। যুজির এই অনুরোধ ইতিমধ্যে মেনে নিয়েছে হাইকোর্ট।

 

কুলিং অফ পিরিয়ড কথাটার অর্থ হল বিবাহ বিচ্ছেদের পিটিশন দাখিল করার পর স্বামী-স্ত্রী'কে ৬ মাস একসঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়। যাতে দুই পক্ষই বিবাহ বিচ্ছেদ আটকানোর ব্যাপারে পুনর্বিবেচনা করতে পারেন।

 

ঝলক দিখলা যা - ১১ শো'য়ে শুনিয়েছিলেন লাভস্টোরি

 

ঝলক দিখলা যা - ১১ শো'য়ের একটি পর্বে ধনশ্রী বর্মা জানিয়েছিলেন যে কীভাবে তিনি যুজবেন্দ্র চাহালের প্রেমে পড়েছিলেন। সেখানেই তিনি জানান, কীভাবে লকডাউন চলাকালীন নাচ শেখার জন্য যুজি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর ধনশ্রী নাচ শেখাতে রাজিও হয়ে যান। এরপর তাঁরা একে অপরকে ভালবেসে ফেলেছিলেন।

 

২০২৩ সালেই চাহাল পদবি সরিয়ে ফেলেছিলেন ধনশ্রী

 

২০২৩ সালে যুজবেন্দ্র চাহাল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লিখেছিলেন, নতুন জীবন আসতে চলেছে। এরপর ধনশ্রী নিজের ইনস্টাগ্রাম ইউজার নেম থেকে চাহাল পদবি সরিয়ে দেন। এরপর থেকেই বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়ে যায়। এমনকী, কয়েকদিন আগেও যুজি জানিয়েছিলেন, ডিভোর্সের খবর নেহাতই গুজব ছাড়া কিছু নয়।

 

যুজির সামনে বন্ধ টিম ইন্ডিয়ার দরজা

 

যুজবেন্দ্র চাহাল আপাতত টিম ইন্ডিয়ার বাইরেই রয়েছেন। ২০২৪ টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। কিন্তু, একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০২৩ সালের জানুয়ারি মাসে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। ওই বছরই অগাস্ট মাসে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছিলেন শেষ টি-২০ ম্যাচ। অবশেষে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামে পঞ্জাব কিংস তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছিল।

Yuzvendra Chahal Dhanashree Verma Divorce