/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/kk-LEAD.jpg)
পোলার্ডের সঙ্গে ছবি শেয়ার করলেন চাহাল, চূড়ান্ত ট্রোল করলেন বিরাট কোহলি (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ডের সঙ্গে ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহাল। সেখানে দেখা যাচ্ছে পোলার্ডের ব্য়াট নিয়ে চাহাল শেডো করছেন। আর এই ছবি দেখা মাত্রই চাহালকে চূড়ান্ত ট্রোল করলেন বিরাট কোহলি।
সোশাল মিডিয়ায় অত্য়ন্ত সক্রিয় চাহাল। প্রায়শই সতীর্থদের ট্রোল করেন তিনি। এবার ভারত অধিনায়কের ট্রোলিং আর সামলাতে পারলেন না টিম ইন্ডিয়ার স্পিনার। চাহাল মজা করে ছবিতে ক্য়াপশন দিয়েছিলেন, "আড়াই কিলোর হাত, ১০ কিলোর ব্য়াট"। কোহলি লিখলেন, "আরে তোর থাইয়ের থেকে বড় ওর কাফ"
আরও পড়ুন-IPL 2020: সাড়ে সাত কোটিতে দিল্লিতে হেটমায়ার, আনন্দে হোটেলের বিছানায় উঠে নাচলেন
View this post on Instagram10 kilo ka bat, 2.5 kilo ka haath !!
A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on
গত বুধবার দুরন্ত ভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছে ভারত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারিয়ে সিরিজ ১-১ করেছে কোহলির টিম ইন্ডিয়া। ভারতের পাহাড় প্রমাণ রানেই চাপা পড়েছিল দ্বীপপুঞ্জের দেশ।
আরও পড়ুন-রোহিত-রাহুলের সেঞ্চুরিতে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের
পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে যে কোনও দলের পক্ষেই ৩৮৭ রান তাড়া করে জেতাটা অত্যন্ত কঠিন। উইন্ডিজের পক্ষে ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে কাজটা কার্যত অসম্ভব ছিল। বাস্তবে সেটাই হয়েছিল। ৪৩.৩ ওভারে ২৮০ রানে অলআউট হয়ে যায় পোলার্ডরা।
আগামী রবিবার কটকের বারাবটি স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্য়াচে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। যে জিতবে সিরিজ তারই দখলে।