/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Yuzvendra-Chahal-with-Rohit-Sharma_.jpg)
যুজবেন্দ্র চাহাল ও রোহিত শর্মা (টুইটার)
রবিবারেই সিরিজ নির্ণায়ক টি২০তে খেলতে নামছে ভারত। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল সেই ম্যাচেই দুরন্ত কীর্তির অধিকারী হয়ে যেতে পারেন। টি২০তে জাতীয় দলের জার্সিতে সবথেকে বেশি উইকেটের মালিক বর্তমানে অশ্বিন (৫২টি)। দ্বিতীয় স্থানে থাকা জসপ্রীত বুমরার সংগ্রহে ৫১টি উইকেট। আর এই তালিকাতেই তৃতীয় স্থানে রয়েছেন স্বয়ং চাহাল। চাহালের পকেটে বর্তমানে ৪৯টি শিকার।
রাজকোটে বাংলাদেশের বিপক্ষে মোক্ষম সময়ে দুটো উইকেট নিয়েছিলেন চাহাল। ৪ ওভারের কোটায় খরচ করেছিলেন ২৮ রান। দারুণ শুরু করা বাংলাদেশ চাহালের স্পিনেই জড়িয়েই স্কোরবোর্ডে ১৫৩-র বেশি তুলতে পারেনি। তারপরে ব্যাট করতে নেমে রোহিতের ব্য়াটিং বিক্রম।
আরও পড়ুন বাংলাদেশকে গুড়িয়ে সিরিজ জেতাই লক্ষ্য রোহিতদের
যাইহোক, নাগপুরে তৃতীয় টি২০তে আর ১টা উইকেট দখল করলেই তৃতীয় ভারতীয় হিসেবে টি২০তে ৫০ বা ততোধিক উইকেটের মালিক হয়ে যাবেন তিনি। নাগপুরে চাহাল যদি ৩টি উইকেট দখল করেন, তাহলে অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষ স্থানে চলে যাবেন তিনি।
MUST WATCH: Chahal TV with the Hitman! ????
From @ImRo45's 100th T20I to his 'secret' recipe to those monster sixes, this fun segment of Chahal TV has all the answers! ???? @yuzi_chahal - by @28anand
Full Video here ???????? https://t.co/tPJpO7yDMopic.twitter.com/HgEZXGgroF
— BCCI (@BCCI) November 8, 2019
আরও পড়ুন ভিডিও: চাহালের বাইসেপস নিয়ে মস্করা রোহিতের
যাইহোক, তৃতীয় টি২০তে খেলতে নামার আগে চাহাল ব্যাটিং টিপসও পেয়ে গিয়েছেন স্বয়ং রোহিত শর্মার কাছ থেকে। চাহাল টিভিতে রোহিত শর্মাকে চাহাল প্রশ্ন করেছিলেন, “তুমি যে এত ছক্কা হাকাও, এত শক্তির উৎস কী!” রোহিত এরপরে চাহালকে বলেন, “ছক্কা হাকানোর জন্য প্রকাণ্ড চেহারা কিংবা পেশীবহুল হওয়ার প্রয়োজন নেই, এমনকি তুই-ও ছক্কা হাকাতে পারিস। ছক্কার জন্য কেবলমাত্র শক্তি-ই নয়, প্রয়োজন নিঁখুত টাইমিং-ও। ব্যাটের মাঝখানে বল লাগতে হবে। মাথা সোজা থাকবে। তাই ছয় মারার জন্য একাধিক বিষয় প্রয়োজন।”
তারকা অধিনায়কের কাছ থেকে টিপস পেয়ে চাহালকে ভবিষ্যতে পরপর ছক্কা হাকাতে দেখা যায় কিনা, সেটাই আপাতত দেখার।
Read the full article in ENGLISH