এই মুহূর্তে বাংলাদেশে সফররত জিম্বাবোয়ে। তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে ইতিমধ্যেই জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করেছে পদ্মাপারের দেশ। কিন্তু দু’ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই দুরন্ত প্রত্যাবর্তন জিম্বাবোয়ের। মঙ্গলবার জিম্বাবোয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে ১৫১ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়ে যায় তারা। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ স্কোর করেছিলেন এসসি উইলিয়ামস (৮৮)। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম একাই তুলে নিয়েছিলেন ডজন উইকেট। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেনি। মাত্র ১৪৩ রানে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। জিম্বাবোয়ের হয়ে সিকন্দর রাজা ও টিএল ছাতারা তিন উইকেট করে পান।
আরও পড়ুন: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে আবার জিম্বাবোয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের পাঁচ উইকেটের সৌজন্যে জিম্বাবোয়ে ১৮১ রানে অলআউট হয়ে যায়। ম্যাচ জেতার জন্য ৩২১ রানের টার্গেট দাঁড়ায় বাংলাদেশের কাছে। কিন্ত বাংলাদেশ ১৬৯ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ের অভিষেককারী ক্রিকেটার ব্র্যান্ডন মাভুটা চার উইকেট নেন। সিকন্দরও জ্বলে ওঠেন। তিনিও পান তিন উইকেট। বাংলাদেশ হারে ১৫১ রানে। অন্যদিকে জিম্বাবোয়ে গত পাঁচ বছরে এই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল। ১১ নভেম্বর থেকে ঢাকায় শুর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়ান-ডে সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে ২৮ রানে জয় পায়। তারপর দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তারা সাত উইকেটে হারিয়েছিল জিম্বাবোয়েকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে হেরেছিল। সেই ভারতের কাছেই। এখন জিম্বাবোয়ের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশকে টেস্টে হোয়াইটওয়াশ করার। দেখা যাক জিম্বাবোয়ে পারে কি না! টেস্টের ক্রমতালিকায় বাংলাদেশ রয়েছে ন'নম্বরে। জিম্বাবোয়ের রয়েছে ১০-এ।