Zimbabwe vs India playing XI prediction: টি২০ বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়েই নতুন অভিযান শনিবার শুরু করছে ভারত। সিনিয়র ভারতীয় দলে অভিষেক হতে চলা অভিষেক শর্মা এবং রিয়ান পরাগের মত তরুণদের নিয়ে তৈরি এই দলের নেতা শুভমান গিল। টি২০ বিশ্বকাপ জয়ের আনন্দ শেষে, ভারতীয় দল এখন ভবিষ্যতের প্রস্তুতিতে মগ্ন। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মত প্রবীণরা ইতিমধ্যেই টি২০ থেকে অবসর নিয়েছেন। সেই জায়গায় নতুন তারকাদের তুলে আনতে তরুণ ব্রিগেডেই ভরসা রাখছে বিসিসিআই। যে তরুণ ব্রিগেডের পরীক্ষা শুরু হচ্ছে ৬ জুলাই হারারেতে। এরপর আরও চারটি টি২০ ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে ভারতীয় দল খেলবে।
অধিনায়ক হিসেবে শুভমান গিল নতুন। তবে, ভারতীয় দলে গিল কোনও নতুন মুখ নন। কিন্তু, তাঁর নেতৃত্বাধীন এই দলে বেশ কিছু নতুন মুখ আছে। যাঁরা সিনিয়র জাতীয় দলের হয়ে প্রথমবার খেলবেন। পুরোনো মুখদের মধ্যে আছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। তবে, তাঁরা সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচের পরে টিমের সঙ্গে যোগ দেবেন। উলটো দিকে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে স্কোয়াডেও অনেক অভিজ্ঞ খেলোয়াড় থাকছেন না। সেখানেও খেলবেন তরুণ খেলোয়াড়রাই।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ১ম এবং ২য় টি২০-তে ভারতের স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হর্ষিত রানা।
টি২০ সিরিজের জন্য জিম্বাবুয়ে স্কোয়াড:
রাজা সিকান্দার (অধিনায়ক), আকরাম ফারাজ, বেনেট ব্রায়ান, ক্যাম্পবেল জোনাথন, চাতারা টেন্ডাই, জংওয়ে লুক, কাইয়া ইনোসেন্ট, মাদান্দে ক্লাইভ, মাধেভেরে ওয়েসলি, মারুমনি তাদিওয়ানাশে, মাসাকাদজা ওয়েলিংটন, মাভুতা ব্র্যান্ডন, মুজারাবানি ব্লেসিং, মায়ার্স ডিওন, নাকভি অন্টাম, এনগারাভা রিচার্ড, শুম্বা মিল্টন।
আরও পড়ুন: বিশ্বকাপের পর প্ৰথমবার মাঠে টিম ইন্ডিয়া! শনিবার ভারত-জিম্বাবোয়ে ম্যাচ কখন, কোন চ্যানেলে দেখবেন
জিম্বাবুয়ে বনাম ভারত ১ম টি২০:
অভিষেক শর্মা ভারতের হয়ে ব্যাটিং শুরু করবেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাবেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ৪৮৪ করেছেন অভিষেক। জিম্বাবুয়ে সিরিজেও তিনি সফল হবেন বলেই আশা করা হচ্ছে। সম্ভবত রুতুরাজ গায়কোয়াডের সাথে অভিষেক ওপেন করতে পারেন। রুতুরাজ এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী।
ক্যাপ্টেন শুভমান গিল সম্ভবত তিন নম্বরে নামবেন। রিয়ান পরাগ নামতে পারেন চার নম্বরে। এবারের আইপিএলে দুর্দান্ত রানের পর অবশেষে রিয়ানের সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বলেই আশা করা হচ্ছে। পাঁচে নামতে পারেন রিংকু সিং। ছয়ে উইকেটরক্ষক জিতেশ শর্মা। সাতে নামতে পারেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রধান স্পিনার রবি বিষ্ণোই নামবেন আট নম্বরে। পেসার খলিল আহমেদ ও আভেশ খান নামবেন এরপর। একাদশতম স্থানে ঢুকতে পারেন মুকেশ কুমার ও হর্ষিত রানার মধ্যে একজন।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল (অধিনায়ক), রিয়ান পরাগ, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, খলিল আহমেদ, হর্ষিত রানা/মুকেশ কুমার, আভেশ খান।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: ইনোসেন্ট কাইয়া, তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, ক্লাইভ মাদান্ডে (উইকেটরক্ষক), লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা।